g অভিজিৎ হত্যা: পুলিশের প্রতিবেদন ফের পেছাল | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ৫ই আগস্ট, ২০১৭ ইং ২১শে শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

অভিজিৎ হত্যা: পুলিশের প্রতিবেদন ফের পেছাল

AmaderBrahmanbaria.COM
আগস্ট ৩, ২০১৭

---

নিজস্ব প্রতিবেদক : ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার প্রতিবেদন দাখিলের দিন আবারও পেছাল। বৃহস্পতিবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট গোলাম নবী শুনানি শেষে আগামী ৩১ সেপ্টেম্বর নতুন তারিখ ঠিক করেন।

আজ মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে এদিন পুলিশ প্রতিবেদন দাখিল না করায় নতুন তারিখ ঠিক করেছেন আদালত।

ব্লগার ও লেখক অভিজিৎ রায়কে ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাত সোয়া নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে সন্ত্রাসীরা তার স্ত্রী নাফিজা আহমেদসহ কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিজিৎ। ওই ঘটনায় ওই বছর ২৭ ফেব্রুয়ারি অভিজিতের বাবা বিশিষ্ট শিক্ষাবিদ অজয় রায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটিতে এর আগে আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য জাফরান হাসান, শফিউর রহমান ফারাবী, তৌহিদুর রহমান, সাদেক আলী, আমিনুল ইসলাম ও মান্না ইয়াহি ওরফে রাহীর নামে ছয়জন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

এ জাতীয় আরও খবর