বাঞ্ছারামপুরে গনপিটুনিতে ২ ডাকাত নিহত।আটক ২
---
ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ভেলানগর গ্রামের কান্দা পাড়া আমির মিয়ার বাড়ির পাশে গতকাল(মঙ্গলবার) রাত ৮টার দিকে জনৈক আমীর মিয়ার বাড়িতে ডাকাতিকালে কুখ্যাত ডাকাত সরদার ভেলানগর গ্রামের জীবন মিয়া তার কয়েক সহযোগীকে নিয়ে ডাকাতিকালে জীবন মিয়াসহ অজ্ঞাননামা এক সহযোগীসহ স্থানীয় জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এসময় নবীনগরের গোসাইপুরের কামাল মিয়া নামে আরেক ডাকাতকে আহত অবস্থায় পালিয়ে যেতে চেষ্টা করলে এলাকাবাসীর সহযোগিতায় গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর থানা পুলিশ।পুলিশ আরো একজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়।
সরেজমিনে গিয়ে জানা যায়, বিকাল গতকাল ৫ টা সময় জীবন ডাকাতের নের্ত্বেতাধীন একদল ডাকাত গ্রামে হানা দেয় এবং প্রবাসী আমীর মিয়ার বাড়িতে যেয়ে ৫ লাখ টাকা দাবী করলে পরিবারটি তা দিতে ব্যর্থ হলে ডাকাতদল পরিবারের সবাই কে মারধোর করতে থাকলে থাকলে তাদেও চিৎকার শুনে স্থানীয় জনতা মিলে পরিবারটিকে উদ্ধার করে ডাকাতদলকে ধরে ফেলে গণপিটুনী দেয়।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি অংশুকুমার দেব জানান,-‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাবার আগেই গণপিটুনীতে ২ ডাকাত মারা যায়.একজনকে আটক করি এবং অন্য আরো একজনকে জীবিত উদ্ধার কওে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করি।’