g সৌদিতে দুর্ঘটনায় দুই ভাইসহ ছয় বাংলাদেশি নিহত | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ৬ই আগস্ট, ২০১৭ ইং ২২শে শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

সৌদিতে দুর্ঘটনায় দুই ভাইসহ ছয় বাংলাদেশি নিহত

AmaderBrahmanbaria.COM
জুলাই ২৯, ২০১৭

---

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ ছয় বাংলাদেশি নিহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার ভোররাত ৩টার দিকে দাম্মাম ও রিয়াদের মধ্যবর্তী আলজুব আরা শহরে এ দুর্ঘটনা ঘটে বলে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) সারওয়ার আলম জানিয়েছেন।

দাম্মাম থেকে প্রাইভেটকারে করে কাজের জন্য রিয়াদে যাচ্ছিলেন ওই বাংলাদেশিরা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সারওয়ার আলম বলেন, দাম্মাম থেকে রিয়াদ যাওয়ার পথে অ্ন্য অপর একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে গাড়িতে থাকা দুই বাংলাদেশি ঘটনাস্থলে মারা যান। আহতদের হাসপাতালে নেওয়ার পর বাকি চার বাংলাদেশির মৃত্যু হয়।

নিহতদের চারজনের বাড়ি রাজবাড়ী জেলায়। এরমধ্যে সহোদর ইরশাদ ব্যাপারী (২৮) ও হুমায়ুন ব্যাপারী (২৫) গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দরাপের ডাঙ্গি এলাকার আহেদ ব্যাপারীর ছেলে ।

এই জেলার অপর দজুন হলেন- ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ উজানচর নাছির মাতব্বর পাড়ার ওসমান খানের ছেলে কুব্বাত খান (২৫) এবং দৌলতদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনসার মাঝি পাড়াসহের মন্ডলের ছেলে মিরাজ মন্ডল (২২)।

নিহত অপর দুজন ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা। তাদের একজন নথচ্যানেল ইউনিয়নের আরান দেওয়ানের ছেলে ইদ্রিস দেওয়ান (৩২), অপরজন হাজীগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গেলেও তার নাম-পরিচয় নিশ্চিত করেনি দূতাবাস।

নিহত ইরশাদ ও হুমায়ুনের ভাই মঞ্জু ব্যাপারী বলেন, “তিন ভাই এক বোনের মধ্যে আমি সবার বড়। আমরা খবর পেয়েছি শুক্রবার। দুর্ঘটনায় এক সঙ্গে দুই ভাই মারা যাওয়ায় আমাদের সব শেষ।”

এ জাতীয় আরও খবর