সিদ্দিকুরের চোখে আলো ফেরার সম্ভাবনা কম: চিকিৎসক
---
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগে পুলিশের কাঁদানে গ্যাসের শেলের আঘাতে আহত সরকারি তিতুমীর কলেজের ছাত্র মো. সিদ্দিকুর রহমানের চোখে আলো ফেরার সম্ভাবনা কম। আজ শনিবার সকালে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে তার দুই চোখে অস্ত্রোপচারের পর চিকিৎসকের একথা জানান। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. গোলাম মোস্তফা।
ওই হাসপাতালের সহযোগী অধ্যাপক ইফতেখার বলেন, সকাল সাড়ে ৯টার দিকে শুরু হয়ে দেড় ঘণ্টা ধরে সিদ্দিকুরের দুই চোখ অস্ত্রোপচার হয়েছে। তার চোখের আলো ফিরে আসার সম্ভাবনা কম। গত বৃহস্পতিবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া রাজধানীর সাত সরকারি কলেজ ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা।
রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে অবস্থান নেওয়া ওই শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে এক পর্যায়ে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। ওই দিন পুলিশের কাঁদানে গ্যাসের শেলের আঘাতে আহত হন সরকারি তিতুমীর কলেজের ছাত্র মো. সিদ্দিকুর রহমান। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।