g ১৮ বছরের অপেক্ষা ঘুচল স্কটল্যান্ডের | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ১৫ই অক্টোবর, ২০১৭ ইং ৩০শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

১৮ বছরের অপেক্ষা ঘুচল স্কটল্যান্ডের

AmaderBrahmanbaria.COM
জুন ১৬, ২০১৭
news-image

---

স্পোর্টস ডেস্ক :চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছিল স্কটল্যান্ড। কিন্তু ম্যাচটার ওয়ানডে স্বীকৃতি ছিল না। তবে ওই ম্যাচটা ঠিকই আত্মবিশ্বাস জুগিয়েছিল স্কটিশদের। এডিনবার্গে কাল সেটারই যেন ফল পেল তারা। দুই ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২৬ রানে হারিয়েছে স্কটল্যান্ড। আইসিসির পূর্ণ সদস্য দলের বিপক্ষে এটিই তাদের প্রথম ওয়ানডে জয়।

শুরুটা হয়েছিল সেই ১৯৯৯ বিশ্বকাপে, অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে। সেই থেকে আইসিসির পূর্ণ সদস্য দলের বিপক্ষে ২৩ ওয়ানডে খেলে সবগুলোতেই হেরেছে স্কটল্যান্ড। অবশেষে জিম্বাবুয়েকে হারিয়ে ১৮ বছরের অপেক্ষা ঘুচল স্কটিশদের।

টস জিতে ব্যাট করতে কাইল কোয়েতজারের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে ৩১৭ রানের বড় সংগ্রহ গড়েছিল স্কটল্যান্ড। গত মাসে শ্রীলঙ্কাকে হারানোর ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন কোয়েতজার। কাল ১০১ বলে ১৩ চার ও ২ ছক্কায় ১০৯ রানের ইনিংস খেলেন ৩৩ বছর বয়সি ব্যাটসম্যান। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। ক্রেইগ ওয়ালাখ ৫৮ ও মিখায়েল লিয়াক্স অপরাজিত ৫৯ রান করে দলের বড় সংগ্রহে অবদান রাখেন।

বড় লক্ষ্য তাড়ায় ৫৫ রানের উদ্বোধনী জুটিতে ভালোই জবাব দিচ্ছিল জিম্বাবুয়ে। কিন্তু সংগ্রহটা ১০৭ রানে যেতেই ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপরই নামে বৃষ্টি। দীর্ঘক্ষণ পর খেলা শুরু হলে জিম্বাবুয়ের নতুন লক্ষ্য দাঁড়ায় ৪৩ ওভারে ২৯৯।

একটা পর্যায়ে ১৯৩ রানে ৮ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে যখন হারের মুখে, নতুন করে আশা দেখান ম্যালকম ওয়ালার। নবম উইকেটে তিনি টেন্ডাই চাতারাকে সঙ্গে নিয়ে গড়েন ৭৬ রানের জুটি।

কিন্তু ওয়ালার নবম ব্যাটসম্যান হিসেবে ৯২ করে আউট হওয়ার পরই ম্যাচ থেকে ছিটকে যায় জিম্বাবুয়ে। ৪১.৪ ওভারে ২৭২ রানে আলআউট হয়ে যায় তারা। ৬২ বলে ১০ চার ও ৫ ছক্কায় ৯২ রানের ইনিংসটি সাজান ওয়ালার।

স্কটল্যান্ডের ৩৬ বছর বয়সি বাঁহাতি স্পিনার কন ডি ল্যাঙ্গে ৬০ রানে ৫ উইকেট নিয়ে দলের ঐতিহাসিক জয়ে অবদান রাখেন।

এ জাতীয় আরও খবর