সুন্দর নখ পেতে কী করবেন
---
অনলাইন ডেস্ক : সুন্দর নখ এবং সুন্দর হাত সামগ্রিক সৌন্দর্য বাড়ায়। সৌন্দর্য যেহেতু উপস্থাপন সংক্রান্ত শিল্প; তাই চাইলে সুন্দর করা সম্ভব নখ। নখের যত্ন কিভাবে নেয়া যায় আসুন জেনে নেয়া যাক তার কিছু সহজ উপায়-
অলিভ অয়েল ও লেবুর রস
এক চা-চামচ অলিভ অয়েলের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নখের উপর মালিশ করে কিছুক্ষণ রেখে সারারাত পাতলা ‘ম্যানিকিউর গ্লাভস’ পরে ঘুমাতে পারেন। সকালেই পাওয়া যাবে সুন্দর নখ।
লবণ
দুই চা-চামচ লবণ ও দুই ফোঁটা লেবুর রস কুসুম গরম পানিতে মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিট হাত ডুবিয়ে রাখলে হাত নরম ও কোমল হয়।
ডিমের কুসুম ও দুধ
নখের জন্য হাত সতেজ রাখা প্রয়োজন। তাই ডিমের কুসুম ও দুধের মিশ্রণ নখে সারারাত মেখে রাখলে নখের মসৃনভাব ও কোমলতা বাড়ে।
ভ্যাসলিন
পেট্রোলিয়াম জেলি নখের জন্য উপকারী। অন্য কিছু করতে না পারলেও সব মৌসুমে দিনে একবার নখে ভ্যাসলিন মেখে দেখুন যাদু।
ভেষজ পদ্ধতি
ক্যামোমাইল ও পেপারমিন্ট চা গরম পানিতে ভিজিয়ে নখে ৩০ মিনিট থেকে এক ঘণ্টা লাগিয়ে রাখতে হবে। তারপর মুছে কয়েক ফোঁটা অলিভ অয়েলের সঙ্গে দুই চা-চামচ আটা ভালোভাবে মিশিয়ে নখের উপর ঘণ্টাখানেক রেখে দিতে হবে।
নারিকেল তেল
এই তেল দিয়ে নখ মালিশ করলে কয়েক মিনিটেই পাওয়া যাবে মসৃণ ও শুভ্র নখ।
খাবার দাবার
সুন্দর ও স্বাস্থ্যবান নখের জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় ভিটামিন এ এবং ক্যালসিয়ামযুক্ত শীতকালীন খাবার রাখতে পারেন। পালংশাক, মিষ্টি আলু, গাজর, ডিম, মিষ্টিকুমড়া, ব্রকলি ইত্যাদি রাখলে ভালো। প্রতিদিন এক গ্লাস গাজরের রস খেলেও কাজে দেবে। সূত্র: আলট্রা বিউটি