g সাংবাদিকদের জন্য হুমকি হয়ে উঠছেন ট্রাম্প : সিএনএন প্রেসিডেন্ট | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ১৫ই অক্টোবর, ২০১৭ ইং ৩০শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

সাংবাদিকদের জন্য হুমকি হয়ে উঠছেন ট্রাম্প : সিএনএন প্রেসিডেন্ট

AmaderBrahmanbaria.COM
জুন ১৬, ২০১৭
news-image

---

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ আরো বেশ কয়েকজন রাজনীতিবিদকে লক্ষ্য করে কথার তীর ছুঁড়লেন আন্তর্জাতিক সিএনএন নেটওয়ার্কের প্রেসিডেন্ট জেফ জুকার।
রাজনীতিবিদদের সৃষ্ট পরিবেশে সাংবাদিকরা ঝুঁকির মুখে আছেন বলেও মন্তব্য করেছেন জুকার। শুধু এবারই নয়, যুক্তরাষ্ট্রে নির্বাচন চলাকালেও ট্রাম্পকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেন তিনি।
ট্রাম্পও এ বিষয়ে কিছু কম যায় না। নির্বাচন প্রচারণাকালে বিভিন্ন গণ মাধ্যমকে লক্ষ্য করে ‘ভুয়া খবর’, ‘ভয়ঙ্কর মানুষ’, ‘অধম’ বলে মন্তব্য করেছেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে সকালের একটি বৈঠকে জুকার বলেন, ‘ট্রাম্প ও অন্যান্য অনেকে পরিবেশকে দূষিত করছে এবং এটি সংবাদকর্মীদের জন্য ক্ষতিকর।’
তিনি আরো বলেন, ‘আমরা গত ১৮ মাস ধরে বাস্তব ও অতিরিক্ত খারাপ বিষয়গুলো নিয়ে কাজ করছি।’
দেশের বর্তমান অবস্থাকে নির্দেশ করে তিনি বলেন, ‘এটি দেশের জন্যে অপকারী। সাংবাদিকদের কাজ করার সঠিক পরিবেশ নেই। এভাবে বিশ্ব দরবারে দেশের সম্মানচ্যুত হচ্ছে।’
ট্রাম্প ও দেশের বর্তমান অবস্থাকে একজন সংবাদকর্মীর দৃষ্টিকোন থেকে তুলে ধরেছেন জেফ জুকার। তবে তার এই কড়া বক্তব্যের এখনো কোন প্রতিক্রিয়া আসেনি হোয়াইট হাউজ থেকে। ইনডিপেনডেন্ট

এ জাতীয় আরও খবর