মুক্তির আগেই ‘টিউবলাইট’র বড় সাফল্য
AmaderBrahmanbaria.COM
জুন ১৬, ২০১৭

---
বিনোদন ডেস্ক : বলিউডে এই মুহূর্তের সব থেকে প্রতীক্ষিত ছবি ‘টিউবলাইট’। মুক্তি পাওয়ার ঠিক আগেই সালমান খান ও কবির খানের মুকুটে জুড়লো নতুন পালক। ছবিটি প্রথম বলিউড ছবি হিসেবে নিউইয়র্ক টাইমস স্কোয়ারে জায়গা করে নিয়েছে।
নিউইয়র্ক টাইমস স্কোয়ারের বেশ কয়েকটি হোর্ডিং-এই এখন কবির খান পরিচালিত ‘টিউবলাইট’। ছবিটি নিয়ে ইতিমধ্যেই বি-টাউনে জল্পনা শুরু হয়ে গিয়েছে। আর টাইমস স্কোয়ারে জায়গা করে নেয়ার পর যে এই ছবি নিয়ে উত্তেজনা আরও বেড়েছে তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ২৩ জুন। ছবিতে সালমান খান ছাড়াও রয়েছেন চিনের অভিনেত্রী জুজু এবং সোহেল খান।



অভিনেত্রী মৌসুমী’র এই ছবি দুটি সম্পর্কে যা বললেন ওমর সানি
মেকআপ ছাড়া পর্নস্টাররা দেখতে যেমন


বলিউডের সবচেয়ে সাড়া জাগানো ১১টি পরকীয়া সম্পর্ক