বৃহস্পতিবার, ২২শে জুন, ২০১৭ ইং ৮ই আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

নবীনগরে মানববন্ধন বিক্ষোভ

AmaderBrahmanbaria.COM
জুন ১৫, ২০১৭
news-image

---

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : সরকারী রাস্তা থেকে  ভবন সরানের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুর ইউনিয়নের কমলপুর গ্রামবাসীরা মঙ্গলবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। কয়েকশ  নারী, পুরুষ ও শিক্ষার্থী ব্যানার পোষ্টার সহ বিভিন্ন শ্লোগান সম্বলিত লিফলেট বুকে ধারণ করে গ্রামের রাস্তায় মানববন্ধন করে। মানববন্ধনকারীরা গ্রামের কতিপয় প্রভাব শালীর বিরোদ্ধে নানা শ্লোগান দেয় এবং গ্রামবাসীদের বিরোদ্ধে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন বন্ধের এবং সরকারী রাস্তা দখল করে দালান নির্মান করে জনচলাচলের বাধা সৃষ্টি করায় তীব্র প্রতিবাদ জানান এবং অনতিলম্বে সরকারী রাস্তা থেকে নির্মিত দালান ভেঙ্গে রাস্তা উম্মুক্ত করে দেয়ার দাবী জানিয়ে বক্তব্য রাখেন মো: হারিছ মিয়া, কুলসুম বেগম, সোহেল মিয় ও মফিকুল আলম প্রমুখ। মানববন্ধন শেষে কমলপুর গ্রামবাসী একটি বিক্ষোভ মিছিল নিয়ে গ্রামের রাস্তা প্রদক্ষিন করেন।

নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের  কমলপুর গ্রামের ফয়েজ মিয়া ও এরশাদ মিয়া কমলপুর শিবপুর যাওয়ার সরকারী রাস্তার দখল করে পাঁকা দালন নির্মান করে জনচলাচলের প্রতিবন্ধতা সৃষ্ঠি করায় এলাকা বাসী মাঝে ক্ষোভ বিরাজ করছে। এই ব্যাপারে গ্রামবাসী ২০১৪সালে নবীনগর উর্ধ্বতন মহলের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে গত ৮ই মার্চ সরকারী রাস্তা জবর দখল করে পাঁকা দালান নির্মান করে জনগনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার আইনানুক  ব্যাবস্থা গ্রহণের লক্ষে একটি গ্রাম্য শালিস অনুষ্ঠিত হয়। শালিস  শেষে ৭ দিনের মধ্যে নির্মিত দালান ভেঙ্গে সরানোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু র্দীঘ ৪মাসেও রাস্তা থেকে নির্মিত দালান সরানো হয়নি। আবার গ্রামবাসীদের কে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে জানান স্থানীয়রা । এই দিকে এই সড়কটি বন্ধ থাকায় এলাকর ব্যাবসা বাণিজ্য শিক্ষা চিকিৎসা সহ নানা ক্ষেত্রে দূর্ভোগের শিকার হচ্ছে এলাকার অসহায় মানুষ। গ্রাম বাসী দ্রুত এই ব্যাপারে সংশ্লিষ্টদের আশুদৃষ্টি  কামনা করেন।

এ জাতীয় আরও খবর