তুরস্ক ও গ্রিক দ্বীপে শক্তিশালী ভূমিকম্প অনুভূত
---
আন্তর্জাতিক ডেস্ক :তুরস্কের পশ্চিম উপকূল ও গ্রিসের লেসবস দ্বীপে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার অনুভূত হওয়া এ ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৩।
ইউএসজিএস আরো জানিয়েছে, লেসবস দ্বীপের দক্ষিণ উপকূলীয় গ্রাম প্লোমারি থেকে ১১ কিলোমিটার দক্ষিণে এজিয়ান সাগরে এ ভূমিকম্পের কেন্দ্র।
প্লোমারির মেয়র ম্যানোলিস আর্মেনাকাস বলেছেন, আমাদের কিছু নতুন ও পুরোনো ভবনের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারাভিযান চলছে।
তুরস্কের ইজমির প্রদেশের কারাবুরান জেলায় এ ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ছাড়া গ্রিসের রাজধানী এথেন্সেও অনুভূত হয়েছে ভূকম্প। তবে এসব এলাকায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
তুরস্কের তৃতীয় বৃহত্তম শহর ইজমিরেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রিস ও তুরস্ক ভূগঠনের ফল্ট লাইনে অবস্থিত হওয়ায় প্রায়ই দেশ দুটিতে ভূমিকম্প হয়। সম্প্রতি তুরস্কের এজিয়ান সাগর উপকূলে ৫ দশমিক ৫ মাত্রার উপরে বেশ কয়েকটি ভূমিকম্প হয়েছে। সূত্র : বিবিসি