টাইগারদের কটাক্ষ, নাকি প্রশংসা গাঙ্গুলির
---
স্পোর্টস ডেস্ক : আগামী ১৫ জুন বার্মিংহামের এজবাস্টনে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ইতোমধ্যে উত্তেজনাপূর্ণ ওই ম্যাচটি নিয়ে সরগরম নেট দুনিয়া। উত্তাপ আরও উসকে দেয় বীরেন্দ্র শেবাগ বাংলাদেশকে পাত্তা না দেওয়া টুইট। এবার ম্যাচটি কথা বলেছেন সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
ইন্ডিয়া টুডে’র খবর, গাঙ্গুলির মতে, পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও ভারতের বিপক্ষে আফ্রিকানদের (সেমিতে প্রেটিয়াদের ৮ উইকেটে পরাজিত করে ভারত) চেয়ে ভালো লড়াই করবে টাইগাররা।
কথাটা ব্যাখ্যা করলেও এমন দাঁড়ায়, হারলেও বাংলাদেশ ভালো খেলবে করবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের শক্তিশালী ব্যাটিং লাইনআপ রয়েছে, তারা স্পিন ভালো খেলে এবং বোলাররাও অনেক ভালো বল করছে। তবে আমি নিশ্চিত নই, দুর্দান্ত গতিতে এগিয়ে চলা ভারতকে তারা রুখতে পারবে কি না।
এরপর আবার টাইগারদের শক্তিমত্তা নিয়েও প্রশ্ন তুলেন সৌরভ। তিনি বলেন, পেশাদারিত্বের দিক থেকে অনেক এগিয়ে থাকা ভারতীয় দলকে সামাল দিতে বেশ বেগ পেতে হবে মাশরাফি-সাকিবদের।