সৌদিতে হামলার হুমকি আইএসের

---
আন্তর্জাতিক ডেস্ক :সৌদি আরবে হামলার হুমকি দিয়ে ভিডিও প্রকাশ করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। জঙ্গিগোষ্ঠীগুলোর পর্যবেক্ষণকারী ওয়েবসাইট সাইট ইনটেলিজেন্স শুক্রবার এ খবর জানায়।
ইরানে হামলার দায় স্বীকারের পর সৌদি আরবে হামলার এ হুমকি দিল জঙ্গিগোষ্ঠীটি। বুধবার তেহরানে জাতীয় সংসদে মজলিসে শুরা ও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খোমেনির মাজারে চালারো ওই হামলায় অন্তত ১৭ জন প্রাণ হারিয়েছিল।
সাইট ইনটেলিজেন্স জানায়, আইএসের সদ্য প্রকাশিত ভিডিওটিতে পাঁচজন কালো মুখোশ পড়া জঙ্গিকে দেখা যায়। ইরান ও সৌদি আরবে বসবাসকারী শিয়া নাগরিকদের উপরে হামলা চালানোর হুমকি দিয়েছে তারা৷
এদিকে, শুক্রবার সকালে বাগদাদে ব্যস্ত মার্কেটে আত্মঘাতী হামলা চালায় এক জঙ্গি। শিয়া শহর কারবালার ঠিক পূর্ব দিকে মুসায়াব বাজারে এই আত্মঘাতী হামলা হয়। এ হামলায় অন্তত ৩০ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন।
এর আগে, গত মাসেই বাগদাদের আইসক্রিম পার্লারে জঙ্গি হামলায় ২৫ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল। ওই হামলার দায় স্বীকার করেছিল আইএস। জঙ্গি সংগঠনটি আগেই হুমকি দিয়েছিল যে তারা রমজান মাসে হামলার সংখ্যা বাড়াবে। সূত্র: এনডিটিভি




নওয়াজের পদত্যাগ; কে হচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী

চীনে ভয়াবহ বন্যা, শতাধিক মৃত্যুর আশঙ্কা
বলার আছে অনেক কিছুই কিন্তু আপাতত চুপ থাকব: নওয়াজ
‘বাণিজ্য যুদ্ধ’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র : রাশিয়া
