g থেরেসা মের দুই উপদেষ্টার পদত্যাগ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ১৩ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ২৯শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

থেরেসা মের দুই উপদেষ্টার পদত্যাগ

AmaderBrahmanbaria.COM
জুন ১০, ২০১৭
news-image

---

 

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া নিয়ে সৃষ্ট বিতর্কের জেরে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী থেরেসা মের দুই উপদেষ্টা নিক টিমোথি ও ফিয়োনা হিল।

প্রধানমন্ত্রীকে সতর্ক করা হয়েছিল, দুই শীর্ষ উপদেষ্টাকে তিনি যদি বহিষ্কার না করেন, তবে সোমবার তাকে চ্যানেঞ্জের মুখে পড়তে হবে।

এদিকে, টরি পার্টির নির্বাচনী ইতশেহারের দুর্বতার দায় নিয়েছে টিমোথি। ইশতেহার নিয়ে অনেক সংসদ সদস্য (এমপি) তার সমালোচনা করেছেন।

অন্যদিকে, নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও প্রধানন্ত্রী হিসেবে পদে বহাল থাকার ইচ্ছা প্রকাশ করেছেন থেরেসা মে।

সরকার গঠনের জন্য টরি পার্টির প্রয়োজন ৩২৬ আসন। এবার তাদের ঝুঁলিতে এসেছে ৩১৮ আসন। থেরেসা মে জানিয়েছেন, ছোট দল ডিইউপির সঙ্গে জোট করে সরকার গঠন করতে যাচ্ছেন তিনি। এ জন্য রানি দ্বিতীয় এলিজাবেথের অনুমোদন নিয়েছেন এবং ডিইউপির ১০ আসন নিয়ে সরকার গঠন করছেন তিনি।

এ নির্বাচনে ব্রেক্সিট ও নিরাপত্তা ইস্যু প্রাধান্য পেয়েছে। বিরোধী দল লেবার পার্টি পেয়েছে ২৬২ আসন। অন্যান্য আসনের সঙ্গে জোট করে সরকার গঠন করা তাদের জন্য বেশ দুরুহ।

এ জাতীয় আরও খবর