অস্ট্রেলিয়া ২৭৮ রানের লক্ষ্যে দিল ইংল্যান্ডকে
AmaderBrahmanbaria.COM
জুন ১০, ২০১৭

---
স্পোর্টস ডেস্ক :১০ম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের দলপতি ইয়ন মরগান। অষ্ট্রেলিয়া ব্যাটিং এর আমন্ত্রন পেয়ে ভালই সাড়া দিচ্ছে। ব্যাটিয়ে এসে শুরুতে ভাল করলেও পরে ইংল্যান্ডের ভাল বলিং এর কারণে তেমন সুবিধা করতে পারেনি। অস্ট্রেলিয়া ৯ উইকেট হারিয়ে ২৭৭ রান সংগ্রহ করেন। ২৭৮ রানের লক্ষ্যে ছুড়ে দিল অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে।
প্রথমে মার্ক উড এবং পরে অসিদের ওপর সাঁড়াসি আক্রমণ চালিয়েছেন আদিল রশিদ। যেখানে অস্ট্রেলিয়ার রান ৩০০ প্লাস হয়ে যাওয়ার কথা, সেখানে এই দুই বোলারের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়া থামলো ২৭৭ রানে। মার্ক উড এবং আদিল রশিদ দু’জনই নেন ৪টি করে উইকেট। ৭১ রান করে অপরাজিত থাকেন ট্রাভিস হেড।


পাকিস্তানে খেলতে দেশ ছাড়লেন তামিম
