লাইভে সাব-টাইটেল সুবিধা আনছে ফেসবুক
---
অনলাইন ডেস্ক : লাইভের পাশাপাশি এবার সাব-টাইটেল সুবিধা নিয়ে আসার ঘোষণা দিল ফেসবুক কর্তৃপক্ষ। যারা শুনতে পান না তাদের সুবিধার্থেই ফেসবুকের এই উদ্যোগ। এমনটাই জানিয়েছে, যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম ইউএসটুডে।
ফেসবুক কর্তৃপক্ষ মনে করছে, এই সুবিধার ফলে যারা কানে কম শোনেন বা শুনতে পারেন না তারা উপকৃত হবেন। এ বিষয়ে ফেসবুকের অ্যাক্সিবিলিটি বিভাগের প্রধান জেফারি উইলান্ড বলেন, এটি বধিরদের জন্য আসলেই অনেক উপকারে আসবে। আমরা এটি নিয়ে আরো কাজ করব।
এ ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, সব ভিডিও’র ক্ষেত্রে এ সুবিধা পাওয়া যাবে না। ধারণা করা হচ্ছে ফেসবুক ফ্যান পেজে প্রকাশ করা ভিডিও ভিউয়াররা এই সুবিধা পাবেন। আর এজন্য তাদের প্রথমে এই সুবিধাটি চালু করতে হবে।
প্রসঙ্গত, বিশ্বের মোট জনসংখ্যার ৫ শতাংশের অধিক লোক অর্থ্যাৎ ৩৬০ মিলিয়ন মানুষ কানে শোনেন না কিংবা কম শোনেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই এ ধরনের লোকের সংখ্যা ৩০ মিলিয়নের মতো।