যানজটের কবলে মাশরাফিরা
---
স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে কার্ডিফে পৌঁছেছে বাংলাদেশ। যানজটের কারণে তিন ঘণ্টার পথ পাড়ি দিতে মাশরাফিদের লেগেছে ৫ ঘণ্টারও বেশি সময়।
বাংলাদেশ সময় রাত ১০টার দিকে কার্ডিফে পৌঁছে বাংলাদেশ দলকে বহন করা বাসটি। মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বিষয়টি নিশ্চিত করেন ‘বাংলা ট্রিবিউন’কে। তিনি বলেছেন, ‘স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় রওয়ানা দিয়ে বাংলাদেশ দলের পৌঁছানোর কথা ছিল সাড়ে ৩টায়। কিন্তু যানজটের কারণে প্রায় দেড় ঘণ্টার দেড়িতে স্থানীয় সময় বিকেল ৫টায় কার্ডিফে পৌঁছেছে।’ দলের সবাই সুস্থ এবং নিরাপদে আছেন বলেও ‘বাংলা ট্রিবিউন’কে নিশ্চিত করেছেন রাবিদ ইমাম।
আগামী শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে কার্ডিফের সোফিয়া গার্ডেনসে মুখোমুখি হবে বাংলাদেশ। সেমিফাইনালের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে গেলে শেষ ম্যাচটিতে টাইগাদের বড় ব্যবধানে জয় ছাড়া কোনও পথ খোলা নেই।
সোফিয়া গার্ডেনস বাংলাদেশের ক্রিকেটের জন্য স্মৃতিমধুর এক ভেন্যু। ২০০৫ সালের ১৮ জুন এই মাঠেই অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র জয়টি পেয়েছিল টাইগাররা। ১১ বছর পর সেই মাঠেই নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার সুযোগ মাশরাফিদের সামনে। সোমবার বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরিত্যক্ত ম্যাচ থেকে পাওয়া ১ পয়েন্ট নিয়ে বেঁচে থাকা সম্ভাবনাটুকু কতটা কাজে লাগাতে পারে বাংলাদেশ, সেটাই এখন দেখার।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বাংলাদেশ সময় পাচ্ছে আরও দুই দিন। ভ্রমণের কারণে মঙ্গলবার অনুশীলনের কোনও সূচি ছিল না মাশরাফিদের। বুধবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় অনুশীলনে নামার কথা বাংলাদেশের।