ফিলিপাইনে ব্যাংক একাউন্ট থেকে টাকা উধাও
---
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইন দীপপুঞ্জের ব্যাংকগুলো বলছে, তাদের গ্রাহকদের একাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে। এর কারণ হিসেবে ব্যাংকিং লেনদেন সিস্টেমে বড় ধরণের ত্রুটিকেই দুষছেন তারা।
ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সমস্যাটি বাড়ছে। কোনো কোনো গ্রাহকের ব্যক্তিগত একাউন্ট থেকে তার অবগতি ছাড়াই টাকা কমে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে অভিযোগ জানিয়ে বলেন, কোনো লেনদেন না হওয়া সত্ত্বেও আমাদের একাউন্ট একেবারে খালি হয়ে যাচ্ছে। অনেকে আবার হাজার হাজার পেসো হারানোরও দাবি তুলেছেন।
এ ঘটনায় স্থানীয় এক টেলিভিশনে দেশটির ব্যাংক পরিচালনা কমিটির প্রধান নির্বাহী সিজার কনসিং দুঃখ প্রকাশ করেন। গ্রাহকদের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘ভয় নেই, এটি হ্যাকারদের কাজ নয়, অভ্যন্তরীণ সমস্যার কারণে এমনটি হয়েছে।’ বিবিসি।