বুধবার, ১৪ই জুন, ২০১৭ ইং ৩১শে জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

‘নৌকা দিয়ে কিছুই করা যাবে না, লাঙ্গল লাগবে’

AmaderBrahmanbaria.COM
জুন ৬, ২০১৭
news-image

---

 

নিজস্ব প্রতিবেদক : একজন সিনিয়র মন্ত্রী বলেছেন সমুদ্র কি নৌকা দিয়ে পাহারা দেওয়া যায়? যায় না। সমুদ্র পাহারা দিতে হলে জাহাজ কিনতে হবে। আমিও তাই বলব। নৌকা দিয়ে কিছুই করা যাবে না। নৌকায় আপনারা সবাই উঠে পরেছেন। নৌকা এখন ডুবু ডুবু।

তাই আমি আরো বলব, নৌকা দিয়ে সমুদ্র পাহারা দেয়া যাবে না। নৌকা দিয়ে দেশের অর্থনীতি এগিয়ে নেয়া যাবে না। দেশের অর্থনীতি এগিয়ে নিতে হলে আরো কিছু লাগবে। কি লাগবে? লাঙ্গল লাগবে। মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদে সম্পূরক বাজেটের উপর বক্তৃতায় জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম এসব কথা বলেন।

তিনি বলেন, গত ৩ বার লাঙ্গল দিয়ে আমরা আপনাদের সাহায্য করেছি। তবে প্রবলেম কোথায় জানেন? আপনাদের সাহায্য করার পর ভুলে যান। এবারও ১০ম জাতীয় সংসদ নির্বাচনে আমাদের কি ভুমিকা ছিল। সেটা ভুলে গেছেন। ৩ জনকে দিয়ে সহায়তা করছি। আরও চাইলে সামনে বসে আছেন, দেওয়া যাবে।

তিনি আরও বলেন, এক লাখ টাকার উপরে ট্যাক্স-আবগারি শুল্ক ধরা হলে মূলধন কমে যায়। মানুষ ব্যাংকে টাকা রাখতে চায় না। বালিশের নিচে, মাটির নিচে। মাটির নিচেও প্রবলেম আছে। সেটা নাকি সরকারের। আকারে-প্রকারে অর্থমন্ত্রী রেকর্ড করতে চান। পদ্মাসেতুর মত বড় প্রকল্প বাস্তবায়নে খাজনা বেশি আদায় করতে হবে। সরকার মানেই খাজনা আদায়কারী, জনগণ মানে খাজনা দেওয়ার ওয়ালা।

পাচার হওয়া অর্থ উদ্ধারে কোন উদ্যোগ নেই জানিয়ে ফখরুল ইমাম বলেন, অর্থ পাচার রোধে আইন করেছে। কিন্তু যথাযথ প্রয়োগ করছে না। বিদেশে অর্থপাচার করে কথিত শিল্প উদ্যোক্তারা গাড়ি বাড়ি করেছেন।

রেমিটেন্স কম আসছে উল্লেখ করে জাতীয় পার্টির এই এমপি বলেন, মেগা প্রকল্প নিয়ে মেগাজটে পড়েছে সরকার। সামনে নির্বাচন আগামী ২ বছরের মধ্যে শেষ হবে বলে মনে হচ্ছে না। প্রবৃদ্ধি বাড়লেও কর্মসংস্থান বাড়ছে না। পার ক্যাপিটা ইনকাম..। অর্থনীতি ভয়াবহ অবস্থায় আছে। আশা করি অর্থমন্ত্রী সবকিছু উৎরিয়ে এগিয়ে নেবেন দেশকে।

জাতীয় পার্টির আরেক সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর (বগুড়া-৬) শুল্ক আবগারি প্রসঙ্গে বলেন, যে ইমেজ ক্ষুন্ন হয়েছে এখন যদি ৮০০ টাকার পরিবর্তে ৫০০ টাকাও নেওয়া হয় তাহলেও ইমেজ পূরণ হবে কিনা জানি না। অর্থমন্ত্রী বলেছেন পৃথিবীর সব ব্যাংকে চুরি হয়। এক লাখ টাকা যে রাখে সে ধনী। এ কথাগুলো কতটুকু গ্রহণযোগ্য?