g সৌদি নেতৃত্বে কাতারের সঙ্গে চার দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ৩রা আগস্ট, ২০১৭ ইং ১৯শে শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

সৌদি নেতৃত্বে কাতারের সঙ্গে চার দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন

AmaderBrahmanbaria.COM
জুন ৫, ২০১৭

---

আন্তর্জাতিক ডেস্ক : কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ৪ দেশ। দেশটির বিরুদ্ধে জঙ্গিবাদে সমর্থন দেওয়াকে কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টর্স খবরটি নিশ্চিত করেছে।
খবরে বলা হয়েছে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী প্রথম দেশ সৌদি আরব। তাদের অনুসরণ করেই মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সোমবার কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত জানায়। এক বিবৃতিতে জানানো হয়, ‘আন্তর্জাতিক আইন দ্বারা নিশ্চিত করা সার্বভৌমত্বের অধিকার ও সন্ত্রাস ও উগ্রবাদ থেকে জাতীয় নিরাপত্তার স্বার্থে এই কাজ করতে যাচ্ছে তারা।’
সৌদি আরবের সঙ্গে সুর মিলিয়ে মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতও কাতারের বিরুদ্ধে জঙ্গিবাদে সমর্থন এবং আঞ্চলিক স্থিতিশীলতা নষ্টের অভিযোগ তুলেছে।

এ জাতীয় আরও খবর