g দ্রুত মেকআপ করার ‍উপায় | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ৫ই আগস্ট, ২০১৭ ইং ২১শে শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

দ্রুত মেকআপ করার ‍উপায়

AmaderBrahmanbaria.COM
আগস্ট ৩, ২০১৭

---

লাইফস্টাইল ডেস্ক : অনেক সময় দেখা যায় অল্প সময়ের মধ্যে রেডি হতে হয়। আর এমন হওয়াটা খুব স্বাভাবিক। তবে চাকরিজীবী নারীদের ক্ষেত্রে ‍এটা বেশি হয়। আর তাদের বাইরে বের হতে হলে ‍একটু মেকাপ করতেই হয়।তাই জেনে নিন খুব দ্রুত কিভাবে মেকাপ করতে হয়।

পর্যায় এক : ফাউন্ডেশন
প্রথমে ত্বকের টোনের সঙ্গে মিলিয়ে লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করুন। তবে বৃষ্টি বাদলার দিনে বা অতিরিক্ত গরমে লিকুইড ফাউন্ডেশন গলে যেতে পারে। এতে বাজে দেখাবে। তাই এর বদলে বেছে নিতে পারেন বিবি ক্রিম। এ ক্ষেত্রে বিবি ক্রিম ত্বকের সঙ্গে ভালোভাবে মেশান। তবে বেশি মাখবেন না।

পর্যায় দুই : কনসেলার
এরপর মাখুন কনসেলার। নাকের পাশের অংশ, চোখের নিচ, গাল, থুতনিতে এটি লাগান। এ ছাড়া যেসব জায়গায় দাগ রয়েছে সেখানে কনসেলার লাগান। এর পর আঙুল বা ব্রাশ দিয়ে ভালোভাবে মাখুন।

পর্যায় তিন : পাউডার
ভালো ফিনিশিংয়ের জন্য মুখে পাউডার মাখুন। তবে খুব বেশি পাউডার মাখবেন না। বিশেষ করে ৩০ বছর বয়স হলে কখনোই অতিরিক্ত পাউডার মাখতে যাবেন না। নয়তো বলিরেখাগুলো স্পষ্ট হয়ে ওঠবে।

পর্যায় চার : ব্লাশ
এরপর ব্লাশন ব্যবহার করুন। গালে, নাকে, থুতনিতে ব্লাশন ব্যবহার করতে পারেন। এই ক্ষেত্রে পোশাকের সঙ্গে মিলিয়ে বাদামি বা গোলাপি ব্লাশন লাগান।

পর্যায় পাঁচ : আইব্রোপেন্সিল
এরপর পেন্সিল দিয়ে আইব্রো একে শেপ করে নিতে পারেন।

পর্যায় ছয় :মাশকরা
চোখের পাপড়িতে ব্যবহার করুন মাশকারা। বৃষ্টির দিন হলে অবশ্যই ওয়াটার প্রুফ মাশকারা ব্যব্হার করবেন।

পর্যায় সাত : আইশ্যাডো
এরপর চোখের ওপর ব্যবহার করুন আইশ্যাডো। পাশাপাশি কাজল বা আইলাইনার ব্যবহার করতে পারেন।

পর্যায় আট : লিপস্টিক
এর পর ঠোঁটে লাগান পছন্দসই লিপস্টিক। তবে লিপস্টিক যেন পোশাকের সঙ্গে মানানসাই হয় এ ব্যাপারে খেয়াল রাখুন।

এ জাতীয় আরও খবর