g সন্ত্রাসী হামলার আশঙ্কা পাক-ভারত ম্যাচে! | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ৮ই অক্টোবর, ২০১৭ ইং ২৩শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

সন্ত্রাসী হামলার আশঙ্কা পাক-ভারত ম্যাচে!

AmaderBrahmanbaria.COM
জুন ৪, ২০১৭

---

স্পোর্টস ডেস্ক : যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পথচারীদের ওপর এক সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে ছয়জন। এ সময় পুলিশের গুলিতে তিন হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা একটি ভ্যান রাস্তার সাধারণ পথচারীদের ভেতর ঢুকিয়ে দিয়ে তাদের ‍পিষ্ট করে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। মধ্য লন্ডনের লন্ডন ব্রিজের ওপর এই হামলার ঘটনা ঘটেছে।

এদিকে, এ হামলার পর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া ভারতীয় ক্রিকেট দলের হোটেলটিতে তালা ঝুলিয়ে দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। হামলার ঘটনাস্থল থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে বার্মিংহ্যামের হোটেলে অবস্থান করছেন বিরাট কোহলিরা। আর হোটেলটিতে বাড়তি নিরাপত্তা ছাড়াও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির হাইভোল্টেজ ম্যাচে আজ মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বার্মিংহামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ৩টায়। তবে তার আগেই রাজধানী লন্ডনের বুকে এমন সন্ত্রাসী হামলায় হাই প্রোফাইল ম্যাচের নিরাপত্তা আরো বাড়িয়ে দিয়েছে ব্রিটিশ প্রশাসন।

ইতোমধ্যে দুই দেশের ক্রিকেট বোর্ডকে আশঙ্কার কথা জানিয়েছে ব্রিটিশ গোয়েন্দা দফতর। সেই সাথে এও আশ্বস্ত করেছে যে, নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারে ভারত-পাকিস্তান।

এ জাতীয় আরও খবর