মঙ্গলবার, ৬ই জুন, ২০১৭ ইং ২৩শে জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

ময়ূরের অশ্রু পান করেই ময়ূরী গর্ভবতী হয়!

AmaderBrahmanbaria.COM
জুন ৩, ২০১৭
news-image

---

অনলাইন ডেস্ক : ময়ূরকে ভারতের জাতীয় পাখি হিসেবে নির্বাচন করার কারণ হিসেবে দেশটির একজন বিচারক (নাম- মহেশ শর্মা) সামাজিক গণমাধ্যমে বলেছেন- ‘ময়ূর ধর্মপরায়ণ পাখি’ এবং আজীবন কৌমার্য পালন করে। এই মন্তব্যের জন্য তাঁকে রীতিমতো উপহাসের পাত্র হতে হচ্ছে। ভারতের একটি টিভি চ্যানেলে ঐ বিচারক মহেশ শর্মা বলেন যে ‘একমাত্র ময়ূরের অশ্রুজল পান করলেই ময়ূরী গর্ভবতী হয়’।

এর আগে তিনি বলেছিলেন- ভারতের জাতীয় পশু বাঘ পরিবর্তন করে গরু করা উচিত। কারণ- গরু ‘ধর্মপ্রাণ প্রাণী’। বিশেষজ্ঞরা তার দাবি নাকচ করে দিয়েছেন। উক্ত বিচারক সাংবাদিকদের জানান- তার বিশ্বাস মানুষ ময়ূর এবং গরুকে পূজা করে এই দুই প্রাণীর ‘ঐশ্বরিক গুণাবলীর’ জন্য। তিনি আরও বলেন, গরুকে অবিলম্বে জাতীয় পশুর মর্যাদা দেওয়ার জন্য তিনি সরকারের কাছে সুপারিশ করেছেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তার সঙ্গে একমত নয় মোটেই।সূত্র: বিবিসি