বৃহস্পতিবার, ৮ই জুন, ২০১৭ ইং ২৫শে জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

অর্থ আত্মসাৎ : নিউইয়র্কে এক বাংলাদেশিকে খুঁজছে এফবিআই

AmaderBrahmanbaria.COM
জুন ৩, ২০১৭
news-image

---

নিউজ ডেস্ক : জালিয়াতির মাধ্যমে ১ লাখ ১৪ হাজার ডলার আত্মসাতের অভিযোগে শেখ মাহতাব মিয়া নামের এক বাংলাদেশিকে খুঁজছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

এফবিআইয়ের বরাত দিয়ে স্থানীয় সময় শুক্রবার এ তথ্য জানিয়েছে নিউইয়র্কের ফরেন প্রেস সেন্টার।

যুক্তরাষ্ট্রের নাগরিক শেখ মাহতাব মিয়া বাংলাদেশি কমিউনিটিতে ‘নেপু’ নামে পরিচিত। তিনি ট্যাক্স ফাইল করার সময় বন্ধুদের ও সহকর্মীদের পরিচয় ব্যবহার করে ১ লাখ ১৪ হাজার ডলার জালিয়াতি করেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনাটি ঘটে ২০১১ সালের সেপ্টেম্বর ও ২০১৫ সালের মার্চে গ্লেন ওকস ও জ্যামাইকা এলাকায়।

ট্যাক্স ফেরত বাবদ ১ লাখ ১৪ হাজার ডলারের চেক কুইন্সের জামাইকায় একটি গ্রোসারি দোকানে মেইলে পাঠানো হয়েছিল। চেকটি যে ঠিকানায় পাঠানো হয়েছিল, তিনি নিজেই এই গ্রোসারির মালিক এবং অবৈধ ডলারগুলো পরবর্তীকালে চেক থেকে ক্যাশ করেন। মাহতাব পূর্বে আরও অবৈধ ট্যাক্স ফেরত বাবদ টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

২০১২ সালের ২১ অক্টোবর মাহতাব মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরে কুইন্স ও গ্লেন ওকসের এলাকায় তাকে শনাক্ত করার চেষ্টা করা হয়েছে। মাহতাবের সন্ধান দিতে পারলে নগদ ১১ হাজার ডলার পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছে। যুগান্তর

এ জাতীয় আরও খবর