ডিজিটাল পদ্ধতিতে সংসদে হাজিরা দিলেন প্রধানমন্ত্রী
---
নিউজ ডেস্ক : সংসদ সদস্য হিসেবে ডিজিটাল পরিচয়পত্র ব্যবহার করে হাজিরা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।অস্ট্রিয়া সফর শেষে বুধবার সকালে দেশে ফেরার পর বেলা ১১টায় সংসদ বসার ঠিক আগে অধিবেশনে হাজির হন শেখ হাসিনা।
সংসদ কক্ষে তাকে নীল ফিতায় সবুজ রঙের নতুন ওই পরিচয়পত্র ঝুলিয়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নিতে দেখা যায়। সংসদ সদস্যদের হাজিরা গণনার ব্যবস্থা ডিজিটাল করার অংশ হিসেবে নতুন এই পরিচয়পত্র দিচ্ছে সংসদ সচিবালয়। বুধবারই তা আইনপ্রণেতাদের সরবরাহ করা শুরু হয়েছে।
নতুন এই পরিচয়পত্র পাওয়ার পর সংসদ সদস্যদের তা নির্দিষ্ট যন্ত্রে স্ক্যান করিয়ে সংসদ কক্ষে ঢুকতে হবে। সংসদের কোরাম ও হাজিরা গণনার সনাতন পদ্ধতির ডিজিটাইজেশনের জন্য এ নিয়ম করা হয়েছে। আগে সংসদ সদস্যরা নির্দিষ্ট খাতায় সই করে হাজিরা দিতেন।
সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বলেন, “এই অধিবেশন থেকে হাজিরা গণনার ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে। প্রধানমন্ত্রীও আজ ডিজিটাল পদ্ধতিতে হাজিরা দিয়েছেন। সব সংসদ সদস্য নতুন পরিচয়পত্র পেলে এটা পূর্ণাঙ্গভাবে চালু হবে।