মসুলে খ্রিস্টানদের গির্জা বানিয়ে দিচ্ছে মুসলমানরা
---
আন্তর্জাতিক ডেস্ক :আইএস চরমপন্থীদের ধ্বংস করে দেয়া একটি গির্জা পুনর্নির্মাণে সহায়তা করছে প্রতিবেশী মুসলমানরা। ঘটনাটি ঘটছে ইরাকের মসূলের আল আরবী ডিস্ট্রিক্টে।
২০১৪ সালে মসূল দখল করে আইএস চরমপন্থীরা খ্রিস্টানদের চিহ্নিত করতে তাদের বাড়িঘরে আরবীতে ”এন” অর্থাৎ নাসারা বা খ্রিস্টান লিখে দেয়। এসময় তারা অনেক খ্রিস্টানকে হত্যা করে, তাদের গির্জা ভেঙ্গে দেয়, ধর্মীয় বইপুস্তক পুড়িয়ে দেয়। তাদের হাতে ধ্বংস হওয়া একটি গির্জা হলো মার জর্জ গির্জা।
সম্প্রতি ”মুসলমানরা একটি খ্রিস্টান পরিবারের ওপর নির্যাতন চালাচ্ছে” মর্মে গুজব ছড়িয়ে পড়লে মুসলিম স্বেচ্ছাসেবকরা সিদ্ধান্ত নেয় যে, সংহতির নিদর্শনস্বরূপ তারা ওই গির্জা পুনর্নির্মাণে খ্রিস্টানদের সহায়তা দেবে। তারা প্রমাণ করতে চান, ইরাক শুধু সুন্নী মুসলমানদেরই দেশ নয়, বরং সকল ধর্ম-বর্ণের মানুষের দেশ। মসূলবাসী তাদের খ্রিস্টান প্রতিবেশীদের বলতে চায়, ”এই শহর যেমন আমাদের, তেমন তোমাদেরও”। সূত্র : আরব নিউজ