পাকিস্তানের বশির চাচা এখন ভারতের সমর্থক!
---
স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফির বর্তমান শিরোপাধারী দল ভারত। এবারের আসরেও অন্যতম ফেভারিটের তকমা নিয়ে এসেছেন বিরাট কোহলিরা। ৪ জুন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে মূল পর্বটা শুরু করবে দলটি। পাকিস্তান ক্রিকেট দলের সাম্প্রতিক চিত্রটা যতই ভয়াবহ হোক না কেন, চ্যাম্পিয়নস ট্রফির আসরে কিন্তু জয়ের দিক থেকে ভারতের চেয়ে এগিয়ে আছে সফরফরাজ আহমেদের দল। তবে ইতিহাস যাই বলুক না কেন পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ভারতকে এগিয়ে রাখলেন দেশটির অন্যতম জনপ্রিয় সমর্থক মুহম্মদ বশির। ‘চাচা শিকাগো’ নামে পরিচিত এই ক্রিকেটভক্ত আসরে পাকিস্তানের কোনো সম্ভাবনাই দেখছেন না।
পাকিস্তানের খেলা হলে সব সময় গ্যালারিতে গলা ফাটাতে দেখা যায় বশির চাচাকে। তবে এবার পাক-ভারতের মহারণে নিজ দেশের পতাকা নিয়ে গ্যালারি মাতাতে দেখা যাবে না এই ক্রিকেটভক্তকে। রোজা শুরু হয়ে যাওয়ায় হজে যাচ্ছেন তিনি। এই বিষয়ে তিনি বলেন, ২০১১ বিশ্বকাপে মোহালিতে ভারত–পাকিস্তানের ম্যাচের পর আর একটিও ম্যাচ মিস করিনি। বার্মিংহামে থাকতে পারলে দারুণ হতো। তবে রমজান মাস শুরু হয়েছে। আগে থেকেই পরিকল্পনা ছিল পরিবার নিয়ে হজ করতে মক্কা যাব।’
মাঠে না থাকলেও নিজ দেশের প্রতি সমর্থন থাকবে জানালেন চাচা বশির। তবে বিস্ময়করভাবে এবার ভারতকেও সমর্থন জানাচ্ছেন তিনি। তিনি বলেন, ‘পাকিস্তানকে আমি ভালোবাসি, তার চেয়েও বেশি ভালোবাসি ভারতকে। আগে চাইতাম যে কোনো মূল্যে পাকিস্তান জিতুক, তবে এখন আমার সমর্থন ভারতের প্রতি।’
ম্যাচেও ভারত পাকিস্তানকে সহজেই হারাবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন এই পাকিস্তানি ক্রিকেটভক্ত। কারণটাও পরিষ্কার করে জানিয়ে দিলেন তিনি। বলেন, ‘পাকিস্তান-ভারতের সেই লড়াই এখন আর নেই। ভারত অনেকটা আগে চলে গিয়েছে। একদিনে ধোনি, যুবরাজ, কোহলি সেই তুলনায় পাকিস্তান দলে তারকা কই? একটা সময় দলটাতে জাভেদ মিয়াদাদ, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসদের মতো ক্রিকেটার ছিল। এখন দলের বেশির ভাগ ক্রিকেটারকে তো আমি চিনিই না। এই ম্যাচটা ভারত সহজেই জিতে যাবে।’