সালিশে আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষ, নিহত ২
---
নরসিংদী প্রতিনিধি : নরসিংদী রায়পুরায় সালিশ বৈঠকে ক্ষমতাসীন আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে ২ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার সকালে উপজেলার চাঁনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, স্থানীয় রহিম ধরের ছেলে আবদুল কাদের (৪২) ও অলফত আলীর ছেলে ভুট্টো মিয়া (৫০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত কয়েক বছর ধরেই চাঁনপুরের আব্দুল্লাহ বাড়ি ও খান্না বাড়ির প্রভাব বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল।
এক বছর আগে খান্না বাড়ির সামছু হাজির ছেলে খোরশেদ মিয়াকে (৩৫) মেরে হাত-পা ভেঙে পঙ্গু করে দেয় আব্দুল্লাহ বাড়ির লোকজন।
এ ঘটনায় আওয়ামী লীগ নেতা কবির মিয়াসহ ২০/২৫ জনকে আসামি মামলাও করা হয়।
কয়েকদিন আগে বাড়িতে এসে কুয়েত প্রবাসী লিয়াকত এ ঘটনা মীমাংসার উদ্যোগ নেন। এরই অংশ হিসেবে সকালে চাঁনপুরের সওদাগরকান্দি এলাকায় সালিশ বৈঠক বসে।
সেখানে দু’একজনের কথা কাটাকাটির এক পর্যায়ে সামছু হাজির লোকদের ওপর হামলা চালানো হয়। এতে কাদির মিয়া ঘটনাস্থলে এবং নবীনগর হাসপাতালে নেয়ার পথে ভুট্টো মিয়া মারা যান।
এ ঘটনায় আহত ২০ জনকে নরসিংদীসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।
রায়পুরা থানার ওসি আজগারুল ইসলাম বলেন, এলাকাটি অত্যন্ত চরাঞ্চল। আমি নিজেই ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।
 
        
 তানোরে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও
তানোরে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও
                

 জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সংকট চরমে, সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন
জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সংকট চরমে, সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন
                

