শুক্রবার, ২রা জুন, ২০১৭ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

AmaderBrahmanbaria.COM
মে ২৭, ২০১৭

---

ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারানোর সুবাদে শ্রীলঙ্কাকে ডিঙিয়ে র‌্যাংকিংয়ের ছয় নম্বরে বাংলাদেশ। সরাসরি বিশ্বকাপের খেলার সুযোগ হওয়ায় ইংল্যান্ডে বসে স্বস্তির নিঃশ্বাস ফেলছে টাইগার সেনারা। ফুরফুরে মেজাজ নিয়ে বাংলাদেশের ওরা ১১ জন ১ জুন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মোকাবিলা করবে। মূল প্রতিযোগিতায় নামার আগে বাংলাদেশ দল নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে এশিয়ার দুই পরাশক্তি পাকিস্তান ও ভারতের সঙ্গে। শনিবার (২৭ মে) প্রথম ম্যাচে টাইগাররা মোকাবিলা করবে পাকিস্তানকে। দ্বিতীয় ম্যাচটি হবে ভারতের সঙ্গে ৩০ মে।
এদিকে ক্রিকেটের ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ জানিয়েছে, মূল লড়াইয়ে নামার আগে প্রস্তুতি ম্যাচ দুটিকে গুরুত্বপূর্ণ ভাবছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
আয়ারল্যান্ড সফরে যাবার আগে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে সাসেক্সে ১০ দিনের ক্যাম্প করেছিল টিম বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ দুটিকে গুরুত্বপূর্ণ মনে করে মাশরাফি বলেন, আয়ারল্যান্ডের চেয়ে ইংল্যান্ডের উইকেট পুরোপুরি ভিন্ন। তবে ভারত ও পাকিস্তানের মতো দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে আমরা একটা ধারণা পাব। সুতরাং প্রস্তুতি ম্যাচ দুটিও আমাদের জন্য বড় ম্যাচ। প্রথমবারের মত দেশের বাইরে নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। এদিকে চ্যাম্পিয়নস ট্রফিতেও বাংলাদেশের গ্রুপে আছে নিউজিল্যান্ড। ত্রিদেশীয় সিরিজ নিয়ে মাশরাফি বলেন, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বৃষ্টির কারণে আমাদের জয় হাতছাড়া হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বেশ প্রতিদ্বন্দ্বিতা করেই আমরা হেরেছি। তবে শেষ দুটি ম্যাচে আমরা খুব ভালো খেলেছি। এই মুহূর্তে দলের আত্মবিশ্বাস অনেক ওপরে। সুতরাং আগামীকাল পাকিস্তানের বিরুদ্ধে আমাদেও সবাই ভালো পারফরম করবে।