চট্টগ্রামের বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ
---
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি অধ্যাপক শেখ মো. মহিউদ্দিনকে ঢাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলের নেতারা।
গতকাল মঙ্গলবার রাতে ঢাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে কয়েকজন লোক বিএনপির এই নেতাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তবে এ ব্যাপারে ঢাকায় গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
আমীর খসরু মাহমুদ চৌধুরী টেলিফোনে আজ বুধবার সকালে এনটিভি অনলাইনকে জানান, গতকাল রাতে ঢাকা থেকে চট্টগ্রামে রওনা দেওয়ার উদ্দেশে আরামবাগ থেকে একটি বাসে উঠেন শেখ মো. মহিউদ্দিন। তাঁর সঙ্গে বন্ধু মোহাম্মদ এনামও ছিলেন।
এ সময় ডিবি পরিচয় দিয়ে কয়েকজন লোক তাঁদের নাম-পরিচয় জানতে চায়। পরিচয় নিশ্চিত হওয়ার পর মহিউদ্দিনকে তুলে নিয়ে যায়। পরে ওই বন্ধুর কাছ থেকে বিএনপি এবং পরিবারের সদস্যরা বিষয়টি সম্পর্কে নিশ্চিত হন বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এ নেতা।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, এ ঘটনার প্রতিবাদসহ শেখ মো. মহিউদ্দিনকে ফিরিয়ে দেওয়ার দাবিতে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করবেন তাঁরা।
‘খালেদা জিয়া ভুয়া জন্মদিনের নামে ১৫ আগস্ট কেক কাটেন’
ভাইয়ের অনুমতি নিয়েই বৈঠকে গিয়েছিলাম : জি এম কাদের
মা-মেয়েকে নির্যাতন: সরকারের পদত্যাগ দাবি বিএনপির
শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ






