g ইসলামিক গেমসে এবার ব্রোঞ্জ জিতেছেন শিরিন | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ১৫ই অক্টোবর, ২০১৭ ইং ৩০শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

ইসলামিক গেমসে এবার ব্রোঞ্জ জিতেছেন শিরিন

AmaderBrahmanbaria.COM
মে ২১, ২০১৭
news-image

---

 

স্পোর্টস ডেস্ক :আজারবাইজানের বাকুতে ইসলামিক সলিডারিটি গেমসে এর আগে দারুণ দুটি সাফল্য পেয়েছিল বাংলাদেশ। শ্যুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলে একটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক জিতেছিল লাল-সবুজের দেশ। সে ধারাবাহিকতায় এবার কুস্তিতে সাফল্য পেয়েছে বাংলাদেশ। ব্রোঞ্জ পদক জিতেছেন শিরিন সুলতানা।

আজ রোববার মেয়েদের ৬৯ কেজি ওজন শ্রেণির ফ্রিস্টাইল ইভেন্টের সেমি-ফাইনালে কাজাখস্তানের জামিলা বাকবেরজেনোভার কাছে ১০-০ ব্যবধানে হেরে যান শিরিন।

কুস্তিতে নিয়ম অনুযায়ী সেমি-ফাইনালে হেরে যাওয়া দুই প্রতিযোগীকেই ব্রোঞ্জ দেওয়া হয়।

ইসলামিক গেমসে এ নিয়ে তিনটি পদক পেয়েছে বাংলাদেশ। এর আগে শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে রুপা জিতেছিলেন তরুণ শ্যুটার রাব্বি হাসান মুন্না।

এরপর ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগতে স্বর্ণ জিতেন আব্দুল্লাহ হেল বাকি ও সৈয়দা আতকিয়া হাসান দিশা জুটি।

ইসলামিক গেমসে বাংলাদেশ জিমন্যাস্টিকস, কারাতে, ভারোত্তোলন, সাঁতার ও শ্যুটিং প্রতিযোগিতায় অংশ নেয়। এবারের গেমসে ৫৪টি মুসলিম দেশের তিন হাজার ক্রীড়াবিদ অংশ নেন। আগামীকাল পর্দা নামছে এই গেমসের।