g আমরা আরেকজন ঐশী দেখতে চাই না | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ২০শে জুলাই, ২০১৭ ইং ৫ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

আমরা আরেকজন ঐশী দেখতে চাই না

AmaderBrahmanbaria.COM
মে ১৯, ২০১৭
news-image

---

সালমা আহমেদ , বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বসুন্ধরা ফাউন্ডেশনের ৪৪তম ক্ষুদ্র ঋণ বিতরন অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার দুপুরে বসুন্ধরা গ্রুপের প্রধান উপদেষ্টা (হিসাব ও অর্থ) ও ইষ্টওয়েষ্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী সমাজের অতীব দরিদ্র ঋণ গ্রহিতাদের উপস্থিত নারী ও তাদের স্বজনদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখতে যেয়ে বলেন,-‘বসুন্ধরা ফাউন্ডেশন আপনাদের জন্য ৩০ বিভিন্ন স্কীমের আওতায় সম্পূর্ন সুদ ও সার্ভিস চার্জ মুক্ত সমাজে আত্বকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার জন্য যে নগদ টাকা দেওয়া হচ্ছে তা যেনো কোনভাবেই মাদক কেনা-বেচা বা সর্বনাশী ইয়াবা সংশ্লিষ্ট মাদকে আপনার ও আপনাদের পরিবারের কোন সংশ্লিষ্ট ব্যক্তি এই টাকা দয়াকরে ব্যয় করবেন না।’’

তিনি তার দীর্ঘ বক্তৃতায় রাজধানী ঢাকার বখে যাওয়া মাদকসেবনকারী ও পুলিশ সুপার পিতা ও মা-ভাইয়ের হন্তারক কিশোরী ঐশীর কর্তৃক হত্যার কারনে নিজ পরিবারের সবাইকে খুন করার অপরাধে ফাঁসির উদহারন খুব সহজ সাবলীল ভাষায় টেনে বলেন,-‘বসুন্ধরা গ্রুপ দেশ ও দশের কল্যাানে সাধ্যমতো সব সময় সবার মঙ্গলার্থে কাজ করে যাচ্ছে।দয়াকরে নিজে সচেতন থাকবেন ও সাথে সন্তানদের খেয়াল রাখবেন যেনো মাদকের দিকে ঝুকে না পড়ে।

আজ (বৃহস্প্রতিবার) বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ক্ষুদ্র দেয়া হয় মোট ৪ শত ৫৯ জনের মাঝে। বাঞ্ছারামপুর উপজেলার ১৩টি ইউনিয়নের ১১৮টি গ্রামের সমাজের দরিদ্র নারীদের মাঝে মোট ৪২ লক্ষ ৭৫ হাজার টাকা বিতরন করা হয়।তাদের মধ্যে নতুন ১ শত ২৬ জনকে ৭ হাজার ৫ শত টাকা করে এবং ৩ শত ৩৩জন সদস্যা,-যাদের প্রত্যেককে ১০ হাজার টাকা বিতরন করা হয়। বসুন্ধরা ফাউন্ডেশনের প্রধান সমন্ধয়ক ময়নাল হোসেন চৌধুরী ও ইনচার্জ মোশারফ হোসেন যৌথভাবে সাংবাদিকদের বিকেলে জানান, ‘বসুন্ধরা ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর হতে এ যাবত উপজেলার মোট ১৪ হাজার ৬ শত ৭৭জন দুস্থ্য নারীকে স্বাবলম্বী করে তোলার প্রচেষ্ঠার অংশ হিসেবে ৭৭ টি গ্রামে ঘূণায়মান পদ্ধতিতে সুদমুক্ত ১ কোটি ৫১ লক্ষ ৭৫ হাজার টাকা বিতরন করা হয়েছে।এটি চলমান প্রক্রিয়া।প্রকল্পটি শুরুর পর হতে আজ পর্যন্ত সর্বমোট ১৪ হাজার ২ শত ১৮জন ৩০টি স্কীমের আওতায় ১ কোটি ৩৪ লক্ষ ৮০ হাজার টাকা নগদ হিসেবে সুবিধা বঞ্চিতদের দেয়া হলো।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বুসন্ধরা গ্রুপের উপ-মহাব্যবস্থাপক মাইমুন কবীর(প্রশাসন),তত্বাবধায়ক প্রকৌশলী মো.সফিকুল ইসলাম, কর্মকর্তা আনোয়ার হোসেন,বসুন্ধরা গ্রুপের অর্থায়নে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া আলীম মাদ্রাসার প্রিন্সিপাল মো.রুহুল আমীন আবদুল্লা,সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব দুধ মিয়া বিএসসি সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।

এ জাতীয় আরও খবর