g স্মার্টফোনের ব্যবহার ৭ নম্বরে উঠবে বাংলাদেশ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ১৯শে জুলাই, ২০১৭ ইং ৪ঠা শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

স্মার্টফোনের ব্যবহার ৭ নম্বরে উঠবে বাংলাদেশ

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ৮, ২০১৭

---

২০২০ সালে বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারকারী হবে ৬০ শতাংশ। ফলে ২০ সালে স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধিতে শীর্ষ ১০টি দেশের মধ্যে ৭ নম্বরে উঠবে বাংলাদেশ। বিশ্বের মোবাইল অপরেটরদের সংগঠন গ্লোবাল সিস্টেম ফর মোবাইল অ্যাপ্লিকেশনের (জিএসএম) এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

জিএসএমএ’র তথ্য মতে বিশ্বে বর্তমানে একক মোবাইল সংযোগ সংখ্যা ৪৯২ কোটি। এর মধ্যে ৫০ শতাংশ সংযোগ স্মার্টফোনে। এটি ২০২০ সালে বেড়ে ৬৬ শতাংশ হবে। আর এ প্রবৃদ্ধিতে উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বড় ভূমিকা রাখবে।

জিএসএমএ’র প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে বিশ্বে স্মার্টফোন ব্যবহারের গড় হার বেড়ে ৬২ শতাংশ হবে। এই সময়ে সবচেয়ে বেশি ৩৫ কোটি স্মার্টফোন যোগ হবে ভারতে। দ্বিতীয় শীর্ষ জোগানদাতা হিসেবে চীনে যোগ হবে ১৮ কোটি স্মার্টফোন। এছাড়া শীর্ষ ১০ দেশ হিসেবে ইন্দোনেশিয়ায় নয় কোটি, নাইজেরিয়ায় সাত কোটি, পাকিস্তানে পাঁচ কোটি, ভিয়েতনামে চার কোটি, ব্রাজিলে তিন কোটি স্মার্টফোন যোগ হবে।

উল্লেখ্য, স্মার্টফোন ও সাধারণ ফোন মিলিয়ে বাংলাদেশে বর্তমানে মোবাইলফোন ব্যবহারকারী ৯ কোটি। এর মধ্যে আড়াই কোটি স্মার্টফোন। এর সঙ্গে আগামী চার বছরে আরও চার কোটি নতুন ফোন যোগ হলে অর্ধেকের বেশি মোবাইলফোন ব্যবহারকারীর হাতে স্মার্টফোন চলে আসবে।