বিরাটের আগে আয়নায় নিজের মুখ দেখা উচিত : গাভাস্কার

---
স্পোর্টস ডেস্ক : অফফর্ম নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলির সমালোচনা করলেন ভারতের কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্কর।
ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘বিরাটের আগে আয়নায় নিজের মুখ দেখা উচিত। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ও যে শট খেলে আউট হয়েছে, সেটা মোটেই ভাল শট ছিল না। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেও ও খারাপ শট খেলে আউট হয়েছিল।’
এবারের আইপিএল-এ সবার নীচে আছে আরসিবি। পরপর পাঁচ ম্যাচে হেরে গিয়েছে বিরাটের দল। অধিনায়ক নিজেও ভাল ফর্মে নেই। গত পাঁচ ম্যাচে মাত্র একবারই তিনি ২০ বা তার বেশি রান করতে পেরেছেন। সেই কারণেই বিরাটের সমালোচনা করেছেন গাভাস্কর। রানের খরার পাশাপাশি বিরাটের শট বাছাই নিয়েও অসন্তুষ্ট গাওস্কর।
তাঁর মতে, অধিনায়ক হওয়ার সুবাদে আরও দায়িত্ব নিয়ে ব্যাট করা উচিত বিরাটের। তিনি যখন ফর্মে নেই, তখন ঝুঁকি নেওয়ার বদলে ক্রিকেটের ব্যাকরণ মেনে শট খেলে রান করার চেষ্টা করা উচিত। তবে শুধু বিরাটই নন, আরসিবি-র অন্যান্য ব্যাটসম্যানরাও গাভাস্করের সমালোচনার মুখে পড়েছেন।
গাভাস্কর বলেছেন, ‘ক্রিস গেইল ছাড়া আরসিবি-র অন্য সব ব্যাটসম্যানই ছক্কা মারতে গিয়ে আউট হয়েছে। বিরাট, এবি ডিভিলিয়ার্স ছয় মারতে গিয়ে আউট হয়। মনদীপ সিংহ সেট হয়ে গিয়েছিল। কিন্তু তারপর বড় শট খেলতে গিয়ে আউট হল। আরসিবি-র প্রধান ব্যাটসম্যানরা ব্যাকরণ মেনে খেলার বদলে আকর্ষণীয় শট খেলতে গিয়ে আউট হয়েছে। ছক্কা মারার বদলে ওদের সবসময় চার মারার চেষ্টা করা উচিত। কারণ, ছক্কা ও চারের মধ্যে ব্যবধান দু রানের। কিন্তু ছক্কা মারার চেষ্টা করলে ঝুঁকি থাকে ১০০ শতাংশ।’ হিন্দুস্তান টাইমস।
        
দুই আত্মঘাতী গোলে নেইমারদের টানা ষষ্ঠ জয়
                
দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন মুশফিক-মোস্তাফিজরা
                
মোস্তাফিজ-বাবরের উন্নতি, সাকিব শীর্ষেই
                
মনের জোরে গড়িয়ে হলেও ৪২ কিলোমিটারের ম্যারাথন জয়
                
বিশ্বকাপ খেলার সুযোগ হারাল ওয়েস্ট ইন্ডিজ ! : খেলতে হবে বাছাইপর্ব
                
বিশ্ব একাদশে খেলে তামিম পাবেন ৮০ লাখ টাকা
                
জোড়া গোলেই বুফন-ধাঁধা মেলালেন মেসি
                