বৃহস্পতিবার, ৪ঠা মে, ২০১৭ ইং ২১শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

উত্তর কোরিয়া ইস্যুতে সমঝোতার পথও খোলা রাখছেন ট্রাম্প!

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ২৮, ২০১৭

অনলাইন ডেস্ক : উত্তপ্ত উত্তর কোরিয়া ইস্যুতে সমাধান খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে তার ১০০তম দিনে প্রেসিডেন্টের কাছে সব থেকে বড় চিন্তার কারণ ছিল- উত্তর কোরিয়া। এ ব্যাপারে বৃহস্পতিবার তিনি জানান, মিসাইল এবং পরমাণু অস্ত্র পরীক্ষার ইস্যু নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বিবাদ উত্তরোত্তর বাড়তে থাকতে পারে। যদিও তিনি এই বিষয়টি স্পষ্ট করে দেন যে শান্তির পথে সমস্যা সমাধানই তার প্রথম লক্ষ্য।

ট্রাম্প জানান, অন্য মার্কিন প্রেসিডেন্টদের মতো তিনিও শান্তিপূর্ণ উপায়ে উত্তর কোরিয়া সংকটের সমাধান চান। এ কারণে তাঁর প্রশাসন সামরিক পথের পরিবর্তে অর্থনৈতিক অবরোধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া, উত্তর কোরিয়া ইস্যুতে চীনের সহায়তার জন্য প্রধানমন্ত্রী জি জিংপিং-এর প্রশংসা করেন ট্রাম্প।

প্রসঙ্গত, নিরাপত্তার বিষয়ে উত্তর কোরিয়াকে বিপজ্জনক আখ্যা দিয়েছে ট্রাম্প প্রশাসন। আর্থিক এবং কূটনৈতিক চালে উত্তর কোরিয়াকে চাপে রাখার প্রচেষ্টাতেই বেশি জোর দিচ্ছেন ট্রাম্প। সামরিক শক্তিকেও পাশাপাশি তৈরি থাকতে বলেছেন তিনি।