শনিবার, ২০শে মে, ২০১৭ ইং ৬ই জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

‘ডিভোর্স বিল’ ১০০ বিলিয়ন ইউরো দেবে না যুক্তরাজ্য

AmaderBrahmanbaria.COM
মে ৩, ২০১৭
news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চাইলেই ১০০ বিলিয়ন ইউরো ডিভোর্স বিল দেবে না যুক্তরাজ্য।ব্রেক্সিট মন্ত্রী ডেভিড ডেভিস এক টেলিভিশনে আলোচনার সময় এ কথা বলেন।

বিবিসি অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

টেলিভিশন চ্যানেল আইটিভির গুডমর্নিং ব্রিটেন অনুষ্ঠানে বুধবার অতিথি ছিলেন ডেভিস। এতে তিনি বলেন, ইইউ যা চাইবে তাই দেব না। যতটা ন্যায্য ও আইনসিদ্ধ ততটা অর্থই আমরা ইইউকে দেবে।

ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ব্রেক্সিটের জন্য ইইউ ৬০ বিলিয়ন ইউরো বেশি চাইছে। এর পরিপ্রেক্ষিতে ডেভিস এ কথা বলেন।

ইইউর প্রধান সমন্বয়কারী মাইকেল বার্নিয়ার জানিয়েছেন, ধার্য অর্থ অবশ্যই শোধ করতে হবে। তবে এটি যুক্তরাজ্যের জন্য কোনোভাবে শাস্তি স্বরূপ ব্যবস্থা নয়।