আখাউড়ায় জমিতে জোঁক, কৃষক বিপাকে
---
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় বোরো ধানের জমিতে জোঁক থাকায় ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কৃষক। ফলে পাকা ধান জমিতেই ঝড়ে পড়ছে। জোঁক আতংকে ধান কাটা শ্রমিকরাও জমিতে নামতে চাইছে না বলে বিপাকে পড়েছেন গ্রামের কৃষক।
খোঁজ নিয়ে জানা যায়, ছোট কুড়িপাইকা, আনোয়ারপুর, হীরাপুুর, নুরপুর, চানপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের জমিতে মাত্রাতিরিক্ত জোঁক থাকায় কৃষকরা তাদের পাকা ধান কাটা নিয়ে সমস্যায় পড়েছেন। স্থানীয় কৃষকরা জানায়, জমিগুলোতে মাত্রাতিরিক্ত জোঁক কিলবিল করছে। শ্রমিকরা ধান কাটতে নামলেই জোঁকগুলো দুই পা বেয়ে শরীরের অন্য স্থানে আক্রমন করে। এ থেকে রক্ষা পেতে তারা কৃষি কার্যালয় কর্তৃক সরবরাহকৃত লবণ-চুন আর স্থানীয় প্রযুক্তি ব্যবহার করেও ঠেকাতে পারছে না জোঁকের আক্রমণ। বেশি টাকা দিয়েও শ্রমিকদের জমিতে নামানো যাচ্ছে না।
ছোট কুড়িপাই গ্রামের কৃষক সামসু মিয়া বলেন, শ্রমিক না পেয়ে আমরা দুই পায়ে ফুল প্যান কেটে মোজা বানিয়ে ধান কাটতে জমিতে নেমেছি। নাসির মিয়া বলেন, বিল-হাওড়ের খালগুলো ভরাট হয়ে পানি নিষ্কাশন বন্ধ থাকায় জোঁকের প্রকোপ বেড়েছে।