বুধবার, ১৭ই মে, ২০১৭ ইং ৩রা জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

চীনের নতুন সিল্করুট প্রকল্পে রাশিয়ার পূর্ণ সমর্থন

AmaderBrahmanbaria.COM
মে ১৫, ২০১৭
news-image

আন্তর্জাতিক ডেস্ক : চীনের দি সিল্করুট বা ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ প্রকল্পকে পূর্ণ সমর্থন জানিয়ে এতে সক্রিয়ভাবে অংশ গ্রহণর ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, সাধারণ স্বীকৃত নিয়মনীতি ও স্বচ্ছতার ভিত্তিতে ইউরো-এশিয়ার সংহতির জন্যে দি সিল্ক রোড প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ ফোরামের গোলটেবিল বৈঠকের দ্বিতীয় দিনে পুতিন আরো বলেন, ‘ব্যাপকভিত্তিক কাঠামোর মাধ্যমে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রকল্পটি উত্থাপন করেন, তবে এর বাস্তবায়ন কঠিন। ’

পুতিন বলেন, আধুনিক উন্নয়নের প্রবণতা অনুসরণ করে সবগুলো প্রস্তাবনা রাখা হয়েছে এবং এগুলো অত্যন্ত জরুরি ও ব্যাপক চাহিদাসম্পন্ন। এজন্যই রাশিয়া এই ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ প্রকল্পকে শুধু সমর্থনই করছে না, বরং আমরা অবশ্যই চীন ও আগ্রহী অন্যান্য সকল দেশের সঙ্গে প্রকল্পটি বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশ নেব।

পুতিনের মতে, এশিয়া ও ইউরোপের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন ও দ্বি-পক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বাণিজ্যিক বন্ধন অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সূত্র: এএফপি