কলম্বিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৯০
            AmaderBrahmanbaria.COM
            
          
              এপ্রিল ৫, ২০১৭
            
          আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ার দক্ষিণাঞ্চলের মোকোয়া শহরে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৯০ জন হয়েছে। বুধবার কর্তৃপক্ষ নিহতের নতুন সংখ্যা জানিয়েছে।
ভারীবর্ষণে সৃষ্ট এই ভূমিধসে আহত হয় আরো ৩৩২ জন। গত শুক্রবার ভারীবর্ষণে এই ভয়াবহ দুর্যোগ নেমে আসে। ভয়াবহ এই ভূমিধসে ৭০ হাজার মানুষের শহরের ৪৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে দুর্যোগ প্রশমন পর্যায়ে কোনো ঘাটতি ছিল কী না।
ভূমিধসে আক্রান্ত কিছু কিছু এলাকায় লুটতরাজ একটি ভয়াবহ আকার ধারণ করেছে। জুয়ান লুইস ফার্নান্দেজ নামের এক বাসিন্দা বলেন, ভূমিধসের পর যা বাকি ছিল সেটা ডাকাতরা নিয়ে গেছে। স্থানীয় কর্মকর্তারা পরিত্যক্ত বাড়িঘরের নিরাপত্তা আয়োজনে আরো পুলিশ নিয়োগের আহ্বান জানিয়েছে। এএফপি।
 
        

