ইরানে শিয়াদের পবিত্র শহরে ৬.১ মাত্রার ভূমিকম্প
            AmaderBrahmanbaria.COM
            
          
              এপ্রিল ৫, ২০১৭
            
          আন্তর্জাতিক ডেস্ক : ইরানে শিয়া মুসলিমদের পবিত্র শহর মাশাদে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবারের এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
জানা গেছে, স্থানীয় সময় সকাল ১০টা ৩৯ মিনিটে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরের সেপিদ সাং এলাকায় আঘাত হানে। শহরের একজন বাসিন্দা জানিয়েছেন, ভূমিকম্পটি ভয়াবহ ছিল, এতে অনেক আতঙ্কজনক শব্দের সৃষ্টি হয়। সবকিছু কাঁপছিল।
ইরান একটি বড় ভূমিকম্প ফল্ট লাইনে অবস্থিত এবং এখানে নিয়মিত ভূমিকম্প হয়। ২০০৩ সালে ইরানের ঐতিহাসিক বাম নগরীতে ভূমিকম্পে ৩১ হাজার মানুষ প্রাণ হারায়। এএফপি।
 
        

