g বিজয়নগরে বিদ্যুৎ বঞ্চিত দাড়িয়াপুর কমিউনিটি ক্লিনিক | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ১৩ই নভেম্বর, ২০১৭ ইং ২৯শে কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

বিজয়নগরে বিদ্যুৎ বঞ্চিত দাড়িয়াপুর কমিউনিটি ক্লিনিক

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ২, ২০১৭

---

বিজয়নগর প্রতিনিধি : ব্রাক্ষণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দাড়িয়াপুর কমিউনিটি ক্লিনিক বিদ্যুৎ বঞ্চিত।  এছাড়া  ধোরানাল সহ আরও বেশ কয়েকটি কমিউনিটি ক্লিনিক বিদ্যুৎ বঞ্চিত। এর ফলে চিকিৎসা সেবা নিতে আসারোগীরা পড়ছেন বিপাকে। দাড়িয়াপুর গ্রামের আব্দুর রশিদ বলেন, বৃষ্টির দিনে অন্ধকার হয়ে যায় এই ক্লিনিক। সরেজমিন,গিয়ে দাড়িয়াপুর কমিউনিটি ক্লিনিকে দেখা যায়, সামনে সার্ভিস তাঁর ঝুলছে, বিদ্যুৎতের মিটার নেই। জানতে চাইলে ক্লিনিকের দায়িত্বরত স্বাস্থ্য সহকারী মো.আশ্রাফ আলী  বলেন,এই ক্লিনিকে বিদ্যুৎ ব্যাবস্থা না থাকার ফলে, গ্রামের সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দিতে মারাত্মক অসুবিধা হচেছ।  এ ব্যাপারে এই ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোবাইডার (CHCP) মো. শরীফ উদ্দিন  জানান, ৬ হাজার একশত উনএিশ টাকা লাগবে বলে, মিটারের জন্য জানিয়েছে, আখাউড়া পল্লী বিদ্যুৎ অফিস। টাকা জমা না দেওয়ার ফলে, এই ক্লিনিকে বিদ্যুৎতের মিটার আসছেনা।স্হানীয় জনপ্রতিনিধিদের এ ব্যাপারে জানানো হয়েছে।শরীফ আরও বলেন,ধোরানাল ক্লিনিকে মাসে ২-৩ (নরমাল)গর্ভবতীদের ডেলিবারি করা হয়।কিন্তু বিদ্যুৎ না থাকার ফলে,সেখানে টর্চ লাইট ব্যাবহার করা হয়।

এ জাতীয় আরও খবর