আইওআরএ শীর্ষ সম্মেলনে অংশ নিলেন শেখ হাসিনা
AmaderBrahmanbaria.COM
মার্চ ৭, ২০১৭
---
নিউজ ডেস্ক : ভারত মহাসাগরীয় আঞ্চলিক জোট (আইওআরএ) এর শীর্ষ নেতাদের বৈঠক ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাতে যোগ দিয়েছেন। স্থানীয় সময় সকাল ৮টায় শীর্ষ নেতারা সম্মেলনস্থলে হাজির হন।
ইন্দোনেশীয় প্রেসিডেন্ট জোকো উইদোদো তাদের স্বাগত জানান। পরে ফটো সেশনে অংশ নেন নেতারা।
সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে সমবেত হন আইওআরএ শীর্ষ নেতারা। এসময় প্রত্যেক নেতার হাতে তুলে দেওয়া হয় তিফা নামের বিশেষ এক তবলা। তাতে তাল ঠুকে নেতারা একযোগে উদ্বোধন করেন এই শীর্ষ সম্মেলন।
সম্মেলনে কাউন্সিল অব মিনিস্টার এবং আইওআরএ বিজনেস সামিটের রিপোর্ট উপস্থাপন করা হবে। এরপর শুরু হবে সাধারণ বিতর্ক। এই বিতর্ক অধিবেশনে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালের অধিবেশনেই তার বক্তব্য রাখার কথা রয়েছে।
প্রয়োজনে ঈদের দিনও রাস্তায় থাকবো : সেতুমন্ত্রী


হোটেল ওলিও’তে নিহত ‘জঙ্গি’ সাইফুলের বাবা গ্রেফতার

মরার ওপর খাঁড়ার ঘা রাখাইনে
শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ, পারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন

মায়া সান্তোস দেগুইতোর বিচার শুরু হচ্ছে

মিরপুরের ‘জঙ্গি আস্তানায়’ বিস্ফোরণ
অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পেলেই ব্যবস্থা : ওবায়দুল কাদের