তনুশ্রী দত্ত এখন…
AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ১৭, ২০১৭
---
ইমরান হাশমির ‘আশিক বানায়া আপনে’ ছবিটি দেখেননি এমন তরুণ-তরুণী খুঁজে পাওয়া কঠিন। সেখানে ইমরান হাশমির সঙ্গে যে মেয়েটি মানুষের মনে রয়ে গিয়েছিলো তিনিও তখন থেকেই হিট। বলা হচ্ছে তনুশ্রী দত্তর কথা। কিন্তু তারপর অল্প কয়েকটি সিনেমায় দেখা গেলেও পরে তাকে আর পর্দায় দেখতে পাওয়া যায়নি। এতদিন কোথায় ছিলেন তিনি?

অথচ তনুশ্রী কিন্তু ২০০৩ সালে মিস ইন্ডয়ার খেতাবও জিতেছিলেন। সম্প্রতি তাকে দেখতে পাওয়া গেছে। একদমই বদলে গিয়েছেন তিনি। সম্প্রতি তনুশ্রীর বোন ইশিতা দত্ত তার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেখানেই নতুন তনু্শ্রীকে দেখা গেলো।

তাহলে আসুন দেখে নেই আজকের তনুশী কতটা পাল্টালেন। কেমন দেখতে ২০০৩ সালের এই ইন্ডিয়ার মিস সুন্দরী।
ঝলমলে গাউনে ফ্যাশনেবল কারিনা
আবারও ভক্তদের জন্য খোলামেলা ছবি পোস্ট করলেন কিম!


আমেরিকায় স্কুল প্রজেক্টের বিষয়বস্তু প্রিয়াঙ্কা!
