ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত।
মেহেদী নূর পরশ : গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারন করে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ফেব্রুয়ারি) সকাল ১১টায় কলেজের লেকচার থিয়েটার হলে বাহারি রকমের পিঠা নিয়ে উৎসবের আয়োজন করা হয়। সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রাজ্জাক পিঠা উৎসবের সভাপত্বিত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হানিফ। বিশেষ অতিথি হিসাবে উপ¯ি’ত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মো.হামজা মাহমুদ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক নূর মোহাম্মদ। পিঠা উৎসবে ভাপা পিঠা, পাক্কন পিঠা, হুলদ পিঠা, নারকেল পুলি, চিরুনী পিঠা সহ ৭০ প্রকারের পিঠার প্রদর্শন করা হয়। পিঠা উৎসবে কলেজের শিক্ষক- শিক্ষার্থী সহ সকলের অংশগ্রহনে এক প্রকার মিলন মেলা ঘটে। বাংলা বিভাগ ও ইসলামের ইতিহাস ও সংঙ্কৃতি বিভাগ পিঠা পিঠা উৎসবটির আয়োজন করে।