বৃহস্পতিবার, ২৯শে জুন, ২০১৭ ইং ১৫ই আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

‘নিবন্ধন হারানোর শঙ্কায় নির্বাচনে আসবে বিএনপি’

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ১৪, ২০১৭

---

 

নিজস্ব প্রতিবেদক : নিবন্ধন হারিয়ে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার আশঙ্কায় বিএনপিকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতেই হবে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমণ্ডির প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে ঢাকা জেলা আওয়ামী লীগের যৌথসভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, আশা করি আগামী জাতীয় নির্বাচনে তারা আসবে। নির্বাচনে আসা ছাড়া আর কোনো বিকল্প তাদের নেই।

তিনি আরো বলেন, ১৮টি উপজেলা নির্বাচনে অবশেষে শুনলাম বিএনপি অংশ নিচ্ছে। তার অর্থ হলো দেরিতে হলেও জলঘোলা করে তারা (বিএনপি) এই ইসি মেনে নিয়েছে। আশা করি আগামী জাতীয় নির্বাচনেও তারা আসবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, তাদেরকে (বিএনপি) আপনারা হালকাভাবে দেখবেন না। আওয়ামী লীগবিরোধী সব শক্তির ঐক্যবদ্ধ প্লাটফর্ম বিএনপি। এদেরকে হালকাভাবে নেয়ার কোনো কারণ নেই। তারা হালকা প্রতিদ্বন্দ্বী নয়। কাজেই নিজেরা নিজেরা ঝগড়া করলে শেষ পর্যন্ত এ দুর্বলতার সুযোগ অন্যরা নেবে।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মান্নান খান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল, সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর