নবীনগরে কমিউনিস্ট পার্টির সভায় যুবলীগকর্মীদের হামলা-সভা পন্ড
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নবীনগর উপজেলার শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে ঘুষ, দূনীতি, সন্ত্রাস,আনাচার, টাকার খেলা বন্ধ, পেশী শক্তি উৎখাত,সংখ্যানুপতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালূ, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার, ফসলের ন্যায্য দাম, রেশন প্রদ্বতি চালু. শ্রমিকের নিম্নতম মুজুরী ১৬ হাজার,আদিবাসী বস্তিবাসীদের উচ্ছেদ বন্ধ, পরিবেশ রক্ষা, সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়ীকতা, লুটপাটতন্ত্র, ও গণতন্ত্রহীনতা রুখে দাঁড়াও ইত্যাদি দাবীতে পথ ও হাট সভা চলাকালীন সময়ে যুবলীগ কর্মীরা সন্ত্রাসী হামলা চালিয়েছে।
গুরুতর আহত পিকআপ(মাইক্রো)চালক সজিব মিয়াকে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, এ হামলায় কয়েকজন কমিউনিস্ট নেতাও আহত হয়েছেন। উপজেলা ভিত্তিক নবীনগরে দু’দিন ব্যাপী পথ ও হাট সভা কর্মসূচীর প্রথমদিনের শেষ বেলায় উপজেলার মাঝিয়ারা গ্রামের হাটে সভা চলা অবস্থায় ‘সভা বন্ধ কর’ বলে পাশ্ববর্তী বানছারামপুর উপজেলার যুবলীগ কর্মী ডিকো ও টুটোল এর নেতৃত্বে ১০/১২জনের একটি গ্রুপ এ হামলা চালায়। এ ঘটনায় নবীনগর থানায় শনিবার(১১/০২)নবীনগর উপজেলার সিপিবির সাধারণ সম্পাদক মো. শাহীন খান বাদী দলের পক্ষে মামলা দায়ের করেন। মামলা দায়ের শেষে কেন্দ্রীয়,জেলা ও উপজেলা সিপিবির নেতার স্থানীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শুক্রবার সন্ধ্যায় শান্তিপূর্ন এ কর্মসূচীর উপর এ ধরনের হামলার ঘটনার ত্রীব নিন্দ্রা জানিয়ে দ্রুত গ্রেফতারসহ যুবলীগ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এ সময় কেন্দ্রীয় নেতা এড. জিয়উল কবীর খোকন, জেলা সভাপতি শাহরিয়ার মো. ফিরোজ, জেলা নেতা এড. এাহমুদ হোসেন পাশা, শাহজাহান সোহেল, উপজেলা সভাপতি মো. ইসহাকসহ স্থানীয় নেতৃবৃন্ধরা উপস্থিত ছিলেন।