৩৬টি দেশকে নিয়ে নৌমহড়ায় নেমেছে পাকিস্তান
নয়টি দেশের যুদ্ধজাহাজসহ ৩৬টি দেশকে নিয়ে নৌমহড়ায় নেমেছে পাকিস্তান। পাকিস্তান ইতিহাসের এটাই সবচেয়ে বড় নৌমহড়া বলে মনে করা হচ্ছে।
আজ করাচিতে শুক্রবার আনুষ্ঠানিকভাবে নৌমহড়ার উদ্বোধন করা হয়। ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি আরব সাগরে এই যৌথ মহড়ার আয়োজন করেছে পাকিস্তান। নাম দেওয়া হয়েছে ‘আমন-২০১৭’।
যদিও এই মহড়া নিয়ে একেবারে চাপ নিতে নারাজ ভারত। কারণ, এই ধরণের মহড়াকে সাধারন রুটিন মাফিক মহড়া বলেই মনে করছেন ভারতের নৌসেনাপ্রধান সুনীল লানবা। সামরিক পর্যবেক্ষকদের মতে, এই সুবিশাল মহড়া নিয়ে ভারতের যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে। কারন, এই মহড়াতে আমেরিকা, রাশিয়া, চিন, ব্রিটেনের মতো চার শক্তিধর দেশ অংশ নিচ্ছে। কিন্তু তা সত্যেও ভারত এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে চায় না।
শেষবার পাকিস্তান এই ধরনের মহড়া আয়োজন করেছিল ২০১৩ সালে। ২০১৫ সালে শুধুমাত্র সম্মেলন হয়েছিল।
ভারতীয় নৌসেনাপ্রধান বলেন, ‘প্রতি দু’বছর অন্তর পাকিস্তান এই যৌথ মহড়ার আয়োজন করে। এটাও রুটিনমাফিক। প্রতিটি দেশেরই এটা করার অধিকার রয়েছে।’ যদিও প্রকাশ্যে উদ্বেগের বিষয়ে জানাতে না চাইলেও, জানা গিয়েছে, এই মহড়ার দিকে নজর রেখেছে ভারত।
সূত্র : ডেইলি পাকিস্তান উর্দু