g ২০ জনের সংক্ষিপ্ত তালিকা করেছে সার্চ কমিটি | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ১৪ই নভেম্বর, ২০১৭ ইং ৩০শে কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

২০ জনের সংক্ষিপ্ত তালিকা করেছে সার্চ কমিটি

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ৩১, ২০১৭

---

নতুন নির্বাচন কমিশন গঠন উপলক্ষে ২৮টি রাজনৈতিক দলের কাছ থেকে পাওয়া প্রায় ১২৫টি নামের মধ্য থেকে ২০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা করেছে সার্চ কমিটি। বিশিষ্ট নাগরিকদের কাছ থেকে চাওয়া প্রাপ্ত পরামর্শ অনুযায়ী সততা, যোগ্যতা ও নিরপেক্ষতার ভিত্তিতেই এই তালিকা করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

তবে রাজনৈতিক দলগুলোর জমা দেওয়া নামগুলো প্রকাশ করা হবে না বলেও জানান তিনি।
সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে মঙ্গলবার সন্ধ্যায় তৃতীয়দিনের মতো সার্চ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন। তবে সার্চ কমিটি রাজনৈতিক দলের কাছ থেকে পাওয়া নামের বাইরেও প্রয়োজন মনে করলে কারো নাম প্রস্তাব করতে পারবে বলেও জানান তিনি।
এর আগে ইসি গঠনের জন্য অনুসন্ধান কমিটির কাছে রাজনৈতিক দল নাম জমা দিয়েছে। মঙ্গলবার বিকেল চারটার দিকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নামগুলো ছয় সদস্যের অনুসন্ধান কমিটির কাছে দেওয়া হয়। কমিটির সদস্যরা এই নামগুলো যাচাই-বাছাই করতে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠক করেন।

এ জাতীয় আরও খবর