বুধবার, ১লা ফেব্রুয়ারি, ২০১৭ ইং ১৯শে মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

ইসি গঠনে নাম প্রস্তাব করেছে যারা

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ৩১, ২০১৭

নির্বাচন কমিশন গঠনের জন্য ১০ টি রাজনৈতিক দল ৫টি করে নাম প্রস্তুাব করেছে সার্চ কমিটির কাছে। মঙ্গলবার সকাল ৯.৩০ থেকে নির্বাচন কমিটিকে নাম প্রস্তাব দিতে শুরু করে এলডিপি, ন্যাপ, জমিয়তে উলামা, ইসলামী ঐক্যজোট খেলাফতসহ বিভিন্ন দল।
১.সকাল ৯.৩০ মিনিটে ওমর ফারুক(সুমন) কেন্দ্রীয় দপ্তর সম্পদক( এডিপ)
সকাল ১০.০০মিনিটে মাওলানা আলতাফ হোসেন ( সহকারী মহাসচিব ইনলামি ঐক্যজোট)
সকাল ১০.২৫ মিনিটে নামের আমীর সৈয়দ মজিবর রহমান ( বাংলাদেশ খেলাফত মজলিশ)
মো. ইসলাইল হোসেন যগ্ম সচিব ( ন্যাপ মুজাফফর ইসলাম)
জয়নুল আবেদিন ( প্রচার সম্পাদক, জমিয়াতে ওলামায় ইসলাম)
মো. আবদুল হাকিম সহকারী দপ্তর সচিব ( বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট)
এম.এ. আউয়াল (এমপি) (তরিকত ফেডারেশনের মহাসচিব)
এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৫ সদস্য সার্চ কমিটি গঠন করে। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে নতুন নির্বাচন কমিশনের জন্য নাম প্রস্তাবের দায়িত্ব দেয়া হয়। সেই মোতাবেক গত শনিবার (২৮ জানুয়ারি) সার্চ কমিটির প্রথম বৈঠকে প্রতিটি রাজনৈতিক দলের কাছে ৫ জন করে নাম প্রস্তাব করার নির্দেশ দেন।
৩১ দলের প্রস্তাবিত নামের তালিকা প্রাথমিক যাচাই-বাছাইয়ের পর সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে তালিকা হস্তান্তর করবে। তাদের সুপারিশ থেকেই অনধিক পাঁচ সদস্যের ইসি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।