বুধবার, ১লা ফেব্রুয়ারি, ২০১৭ ইং ১৯শে মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

ইরানকে জবাব দেবে ইসরায়েল

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ৩১, ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, ইরানকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাব দেওয়া হবে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘জবাব না দিয়ে ইরানকে ছেড়ে দেওয়া হবে না।’ ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের ‘পুরোপুরি লঙ্ঘন’ বলে অভিযোগ করেছেন তিনি।

ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ওই বৈঠকে আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি।

২০১৫ সালে ইরানের সঙ্গে জাতিসংঘের স্থায়ী পাঁচ সদস্য ও জার্মানি পরমাণু চুক্তি করে। এ চুক্তির ফলে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল হয়। তবে চুক্তির পরও সেই থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ইরান। এর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো সমালোচনাও করেছে।

হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের বিষয়ে তারা বিস্তারিত পর্যালোচনা করে দেখছে। তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে বা আদৌ কোনো পদক্ষেপ তারা নেবে কি না, তা পরিষ্কার নয়।

ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে পরিচয় প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষা শেষ হওয়ার আগেই ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে যায়।

সত্যিই কী ধরনের ক্ষেপণাস্ত্র ইরান পরীক্ষা করেছে, তা এখনো নিশ্চিত নয়। এ ছাড়া এ ধরনের পরীক্ষা জাতিসংঘের প্রস্তাবের লঙ্ঘন কি না, তাও পরিষ্কার নয়।

ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রম নিয়ে জাতিসংঘের প্রস্তাবে বলা হয়, পরমাণু অস্ত্র বহনে সক্ষম কোনো বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির কার্যক্রম চালাতে পারবে না।

এদিকে, ইরান দাবি করেছে তাদের কাছে কোনো পরমাণু অস্ত্র নেই। কিন্তু যুক্তরাষ্ট্রের সিনেটর বব কোকার মনে করেন, খুবই শিগগিরই বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করে আইন লঙ্ঘন করবে ইরান।তথ্যসূত্র : বিবিসি অনলাইন।