সরাইলে ভ্রাম্যমান আদালতে পিতা পুত্রসহ ৩ জুয়ারির কারাদন্ড
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে ভ্রাম্যমান আদালতে পিতা- পুত্রসহ ৩ জুয়ারিকে কারাদন্ড দেয়া হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মৌসুমি বাইন হিরার আদালতে প্রত্যেক জুয়ারিকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। নির্বাহী কর্মকর্তার দফতর ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার রাতে উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামে বকুল শাহ’র ওরসে অভিযান চালায় সরাইল থানা পুলিশ। অভিযানকালে প্রকাশ্যে জুয়ার আসরে খেলা পরিচালনার সময় হাতে নাতে গ্রেপ্তার করা হয় সরাইলের জুয়ার স¤্রাট খ্যাত মোঃ আবদুল আওয়াল (৭৫), তার ছেলে মোঃ মোস্তফা (৩২) ও জুয়ারি মোঃ আক্তার হোসেন (৩৫) নামের জুয়ারিসহ ৩ জনকে। আওয়ালের বাড়ি সরাইল সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের গড়ের পাড় এলাকায়। আর মোস্তফার বাড়ি নাসিরনগর উপজেলার কুন্ডা গ্রামের গাঙ্কুল হাঁটি। গতকাল সোমবার দুপুরে পিতা পুত্রসহ ৩ জুয়ারিকে হাজির করা হয় ভ্রাম্যমান আদালতে। আদালত তাদের ৩ জনের প্রত্যককে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়ে জেলহাজতে প্রেরনের নির্দেশ দেন।